শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৪:৪৮ অপরাহ্ন

লনায় কঠোরভাবে চলছে লকডাউন ,নগরী জনশূন্য

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৪১ Time View

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে ফাঁকা খুলনা মহানগর কিছু ওষুধ ও মুদি দোকান থাকলে ও বন্ধ রয়েছে সব ব্যবসা প্রতিষ্ঠান।

মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যস্ত স্পটগুলো দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত , খুলনা মহানগরীর শিববাড়ির মোড় ফাঁকা। দু’একটি রিকশা ও ভ্যান, যার যাত্রীরা জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছেন।

আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে শুরু হয়েছে এ লকডাউষ, চলবে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত। সকাল থেকেই প্রায় লোকশূন্য নগরী। চলছে না কোনো সাধারণ পরিবহন।

জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না। ব্যাবসায়ীরা বলছেন, সরকারের বিধিনিষেধ অনুযায়ী আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি।

যদি খোলার নির্দেশনা পাই তখন খুলবো মহানগরীর গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। টহল দিচ্ছেন পুলিশের ভ্রাম্যমাণ দল।

বিধি ভেঙে রাস্তায় বেরোলেই জবাবদিহি করতে হচ্ছে পুলিশের কাছে। বন্ধ রয়েছে নগরীর সব অফিস-আদালত। তবে চালু রয়েছে জরুরি সেবা কার্যক্রম। পায়ে হেটে অথবা নিজস্ব পরিবহনে চলাচল করছেন জরুরি সেবার কর্মীরা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category