মাদারীপুরে নেশার টাকা না দেয়ায় মাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। বৃহস্পতিবার বিকেল ৫টার সাড়ে দিকে কালকিনি উপজেলার নবগ্রাম ইউনিয়নের দক্ষিণ চলবল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনেকা একই গ্রামের রাধেশ্যাম জয়ধরের স্ত্রী।
পুলিশ ও প্রতাক্ষদর্শীর জানায়, বিকেলে মাদকাসক্ত রথিন জয়ধর (১৮) তার মা সোনেকা জয়ধরের (৫০) কাছে মাদক কেনার জন্য টাকা চায়। রথিনের মা টাকা দিতে না চাইলে প্রথমে রথিনের সঙ্গে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে রথিনের বাবা রাধেশ্যাম জয়ধর রথিনকে ঘর থেকে বের করে দিতে চাইলে রথিন তার বাবাকে মরধর করে। এ সময় তার মা বাঁধা দিতে ঘরে থাকা একটি কুড়াল দিয়ে রথিন তার মাকে এলোপাথারি কুপিয়ে জখম করে।
গুরুতর অবস্থায় সোনেকাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায় সে। এ ঘটনায় স্থানীয় লোকজন রথিনকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে রথিনকে ডাসার থানায় নিয়ে আসে।
এদিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কালকিনি উপজেলার ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, নিহত সোনেকার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।
মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
ডাসার থানায় মামলা হয়েছে।
Leave a Reply