বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ন

সাধারণ মানুষের ডিজিটাল নিরাপত্তায় RAW

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৩২ Time View

আর্টিকেল:

বাংলাদেশ এ বিনা মূল্যে সাধারণ ব্যবহার কারীদের একাউন্ট জনিত সমস্যা সমাধানে টিমটি সব থেকে এগিয়ে। কিছু ক্ষেত্রে তারা চার্জ রাখেন যা দ্বারা অসহায় পরিবার ও পথশিশুদের সহায়তা করেন। বর্তমানে আমাদের জনজীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে ফেসবুক৷ আগে মানুষজন সকাল বেলা ঘুম থেকে উঠে সংবাদপত্রের পাতায় চোখ বুলাতেন আর এখন তাঁদের অধিকাংশই বিছানা ছাড়ার আগেই মোবাইল হাতে নিয়ে ফেসবুকের নিউজফিডে চোখ বুলান৷ বন্ধু তালিকায় থাকা সকলের আপডেট নেয়া থেকে শুরু করে দিনের গুরুত্বপূর্ণ সংবাদ ও দেশের রাজনীতি কোনো কিছুই বাদ যায় না এ থেকে৷ ব্লগার, লেখক ও অ্যাক্টিভিস্টদের কাছে এই প্রজন্মকে অসাম্প্রদায়িকতা, জাতীয়তাবাদ ও সামাজিক বিভিন্ন ইস্যুতে সচেতন করে তোলার একটা গুরুত্বপূর্ণ মাধ্যমে পরিণত হয়েছে ফেসবুক৷ এ কারণেই ফেসবুকের উপযোগিতা এখন শুধু আর সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবেই সীমাবদ্ধ নয়, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যাপারগুলোতে জনমত গঠন, এমনকি জাতীয় বিভিন্ন নীতিমালা প্রণয়নেও ভূমিকা রাখছে ফেসবুক৷ Raw এর একজন সদস্য মোহাম্মদ ফামু থেকে জানা যায় ২০১৭ সাল থেকে টিমটি হাটি হাটি পা পা করে যাত্রা শুরুর করে তখন থেকেই অসহায় মানুষের পাশে আছে Raw এর সদস্য গন ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত তারা অগনিত অসহায় ও গরীব পরিবার ও পথশিশুদের সাহায্য করেছেন। ফেসবুকের একটি স্প্যামিং টিমের নাম Reblue Anonymous Warriors বা Raw স্বল্প সময়ের মধ্যেই সাধারণ ফেসবুক ব্যবহারকারীদের মন কেড়ে নিয়েছেন তারা। ফেসবুক স্প্যামিং বলতে কী বোঝায়?” জানতে চাইলে প্রথমেই জানতে হবে ‘স্প্যাম’ কি? তাহলেই বোঝা যাবে “স্প্যামিং” কী? এবং সবশেষে ধারণা পরিষ্কার হবে যে, ফেসবুক স্প্যামিং বলতে কী বোঝায়? যৌক্তিক কিংবা পুঁথিগতভাবে “স্প্যাম” / “(Spam) ” একটি ইংরেজী শব্দ যার অর্থ প্রতারণা। কিন্তু অন্তর্জালে এই স্প্যাম কথাটার অর্থ হচ্ছে নিয়ম বহির্ভূত কোনো কাজ, আর এই স্প্যাম বা প্রতারণা করে কিংবা অন্ত্রজালের নিয়ম না মেনে করে কোনোকিছু করা হলে সেই কাজকে বলা হচ্ছে স্প্যামিং । তাহলে ফেসবুক স্প্যামিং অর্থ দাঁড়াচ্ছে ফেসবুকে প্রতারণার দ্বারা অর্থাৎ ফেসবুকের রুলস না মেনে করা কোনো কাজ। ব্যবহারিকভাবে কিংবা বাস্তবজীবনে স্প্যাম হলো একটি তথ্য একই সাথে অনেক অনেক ব্যক্তির (যারা মেসেজটি পেতে চায় না) কাছে প্ররণ করা। অধিকাংশ ক্ষেত্রে বিজ্ঞাপন বা প্রচারের উদ্দেশ্যে নিজেরা বা কয়েকটি সার্ভিসের সাথে যুক্ত হয়ে স্প্যাম ছড়ানো হয়। তাহলে স্প্যাম হছে অনাকাঙ্খিত, অবাঞ্চিত কোনো বার্তা বা লিংক , যা সাধারণত ইমেইল, ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে ইউজারের কাছে প্রেরণ করা হয়। স্প্যামের মাধ্যমে সাধারণত বিভিন্ন সস্তা পণ্যের বা সেবার বিজ্ঞাপণ যেমন বিভিন্ন প্রকার লোন, দ্রততম সময়ে বড়লোক হওয়ার সুবর্ণ সুযোগ, অর্থ উপার্জনের উপায়, লটারি সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিজ্ঞাপণ ইত্যাদি লোভনীয় ও আকৃষ্টকর বিষয়ের বার্তা প্রেরণ করা হয়। অনেক সময় বিভিন্ন নিউজ গ্রুপ বা বুলেটিনবোর্ডে অপ্রাসঙ্গিক পোস্টকেও স্প্যাম বলা হয়। স্প্যাম নামটি এসেছে বিখ্যাত “হরমেল ফুডের” খাদ্যপণ্য “স্প্যাম” (শূকরের মাংস থেকে তৈরী খাবার) থেকে। স্প্যামকে “জাংক মেইল” ও বলা হয়। ফেসবুকের স্প্যামাররা বিভিন্ন কাজ করে। যেমনঃ কারো আইডিতে ন্যূড ছবি প্রচার করা, কারো পোস্ট , ছবি কিংবা প্রোফাইলে রিপোর্ট করা, আইডি হ্যাকিংয়ের জন্য বিভিন্ন ফিশিং সাইটের লিংক ইনবক্স করা ইত্যাদি। বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম হল ই-মেইল। চাকুরী, ব্যবসাবাণিজ্য এমনকি ব্যক্তিগত নানা কাজে আমরা ই-মেইল ব্যবহার করে থাকি। মাঝে মাঝেই আমরা অপরিচিত ব্যক্তির কাছ থেকে অপ্রয়োজনীয় মেইল পেয়ে থাকি, এগুলা কখনো কখনো মারাত্মক ক্ষতির কারণও হতে পারে। এইসব ই-মেইলকেই বলা হয় স্প্যাম মেইল। স্প্যাম মেইল সাধারণত কিছু টুলস (সফ্টওয়্যার) ব্যবহার করে করা হয়। এরা মূলত একই সাথে প্রচুর পরিমাণ মানুষকে মেইল পাঠায়। স্প্যাম মেইলের একটা নেতিবাচক প্রভাব রয়েছে সম্পূর্ণ ইন্টারনেট ব্যবস্থায়। তাছাড়াও সাধারণ ব্যবহারকারীরা একে ভাল চোখে দেখে না। ২০১৮ সালে Team Raw এর কয়েকজন মিলে সিদ্ধান্ত গ্রহন করেছিলেন স্প্যামিং টিমের পাশাপাশি সাধারণ মানুষের সাহায্য করবেন। তখন থেকেই তারা তাদের লক্ষ্য পরিবর্তন করেন নি। টিমের সিইও আবু বক্কর সিদ্দিক যানান তারা সারা জীবন এভাবেই সাধারণ মানুষের সাহায্য করে যেতে চান। অসহায় মানুষের পাশে থাকতে চান আর যে নাম টা আতংকের নাম সেটা দিয়ে সেবার আওতায় আনতে চান ভালো কাজ করে দেশ ও জাতির কাজে আসতে চান। আর্টিকেলটি পাঠিয়েছেনঃ- মোঃ শাহিন আহমেদ সিলেটের মৌলভীবাজার থেকে

আলোকিত জনপদ .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category