মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:০৪ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ মার্চ পালনে রাজশাহীতে আলোচনা সভার আহবান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১৮২ Time View

নিজস্ব প্রতিবেদক:

১৯৭১ সালের ৭ মার্চ রাজধানীর রেসকোর্স ময়দানে(বর্তমান সোহরাওয়ারদী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যুগান্তকারী ভাষণের স্মারক হিসেবে অবিস্মরণীয় হয়ে থাকা দিনটিকে যথাযোগ্য মযার্দায় পালন করতে রাজশাহীতে এক আলোচনা সভার আয়োজন করেছে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাব। রবিবার (৭ মার্চ) বিকাল ৪ টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “বঙ্গবন্ধুর বাংলাদেশ চাইল্ড সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান। সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার সঞ্চালনায় আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন রাজশাহী প্রেসক্লাবের আজীবন সদস্য বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা প্রশান্ত কুমার সাহা। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখবেন রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ: সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদল, সালাউদ্দীন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, প্রচার সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ। উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণের মাধ্যমে দেশের আপামর জনসাধরণকে সংঘবদ্ধ করেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়ার প্রতি উদ্বুদ্ধ করেন। আহবান জানান বাঙালি জাতিকে স্বাধীনতাযুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি নেয়ার। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ স্লোগানে অনুপ্রাণিত হয়ে প্রস্তুতিও নেন বাংলার মুক্তিকামী মানুষ। ৭ মার্চ বেলা পৌনে ৩টা থেকে ৩টা ০৩ মিনিটপর্যন্ত বঙ্গবন্ধুর দেয়া ১৮ মিনিটের উদ্দীপ্ত ওই ভাষণের ফলেই অর্জন হয় বাংলাদেশের চূড়ান্ত বিজয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category