চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা ও দুইটি মোটরসাইকেল উদ্ধার : আটক ৩
Reporter Name
-
Update Time :
মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
-
২৩১
Time View

হাফিজুর রহমান :
গতকাল সোমবার বিকাল সাড়ে ৫ টার সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এর নির্দেশনার আলোকে চুয়াডাঙ্গা সদর থানায় কর্মরত এসআই মোঃ হাসানুজ্জামান ও এসআই কৃপাসিন্ধু সহ সদর থানা পুলিশের একটি টিম চুয়াডাঙ্গা পৌরসভাধীন হাট কালুগন্জ পুলিশ লাইনের সামনে পাকা রাস্তার উপর দুটি মোটরসাইকেল ৩ জন ব্যক্তিকে আটক করে চ্যালেঞ্জ করা হয়। বিধি মোতাবেক আসামিদের শরীর এবং তাদের দখলে থাকা মোটরসাইকেল তল্লাশি কার্যক্রম পরিচালনা করার এক পর্যায়ে আসামি ১।মোঃ শাওন হোসেন (২৩)পিতাঃ মোঃ আব্দুল মান্নান ২। মোঃ পিয়াশ হোসেন (২০) পিতাঃ মোঃ হামিদুল ইসলাম ৩। মোঃ রুবেল হোসেন (২৩) পিতাঃ মহম্মদ নুরুল ইসলাম আলোকদিয়া সর্ব থানা ও জেলা চুয়াডাঙ্গাদের দখল ও নিয়ন্ত্রণ থেকে ২ কেজি গাঁজা সহ দু্ইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দুটি মোটরসাইকেল ও আটককৃত আসামিদের স্বীকারোক্তি মোতাবেক ২ কেজি গাঁজা জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়। আসামিদের নিবিঢ়ভাবে জিজ্ঞাসাবাদ করলে, আসামিরা স্বীকার করে যে তারা শুধু মাদকের ব্যবসায়ই করেনা তারা মোটরসাইকেল চুরি করে চোরাই মোটরসাইকেল বিভিন্ন স্থানে ক্রয় বিক্রয় করে থাকে। আসামিদের জিজ্ঞাসাবাদে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যচ্ছে। আটককৃত ও প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং পৃথকভাবে মোটরসাইকেল চুরির অপরাধে সর্ব মোট দুইটি মামলা দায়ের করা হয়েছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
More News Of This Category
Leave a Reply