দামুড়হুদা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা দামুড়হুদার জয়রামপুরে বালু দস্যু কায়েম দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে প্রশাসনের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে চালিয়ে যাচ্ছে তার প্রকাশ্যে বালুর ব্যবসা।এর কি কোন ব্যবস্থা নিবে প্রশাসন। জানাগেছে চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার জয়রামপুর ষ্টেশন পাড়ার মৃত সিদ্দিকের ছেলে বালু দস্যু কায়েম দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে দামুড়হুদা উপজেলার সমস্ত এলাকা জুড়ে রয়েছে তার বালুর ব্যবসা। বালুর কন্টাক্ট নিয়ে বসে আছে বিভিন্ন ইট ভাটা মালিকদের কাছ থেকে সহ বিভিন্ন বাড়িওয়ালা রাস্তার কন্টাক্টের কাছ থেকে।আর এই বালু উত্তোলন করা হচ্ছে বর্তমানে দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলার রেল গেইটের বাম পার্শ্বে আমবাগানের কাছ থেকে। খোঁজ নিয়ে আরো জানাগেছে দামুড়হুদার বড় দুধ পাতিলা গ্রামে যেতে রেল গেইটের বাম পার্শ্বে জৈনীক ব্যকতির আম বাগানের পাশে প্রায় ৬থেকে ৭বিঘা জমির বালু উত্তোলন করে সব সাবাড় করে দিয়েছে। বর্তমানে এখনো সেখানে ট্রাক্টর দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এতে করে হুমকির মুখে পড়েছে পাশে থাকা ত্রী ফসলী জমি গুলা। এদিকে ছোট দুধপাতিলা গ্রামের বাসিন্দারা জানান বালু দস্যু কায়েম যেখানে বালু উত্তোলন করছে তার পাশে থাকা আমাদের ত্রী ফসলী জমি গুলা সব ভেঙ্গে বালু গর্তে বিলীন হচ্ছে। বারবার আমরা বালু দস্যু কায়েম কে নিষেধ করেও কোন লাভ হয়নি অবশেষে ওপায়ন্তর না পেয়ে আমাদের ত্রী ফসলী জমি গুলা অল্প টাকায় বিক্রি করতেও বাধ্য হচ্ছি। তাই এই বালু দস্যু কায়েমের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। নির্ভরযোগ্য সূত্র জানায়, ২০১০ সালে বালু উত্তোলন নীতিমালায় যন্ত্রচালিত মেশিন দ্বারা ড্রেজিং পদ্ধতিতে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা বেআইনি। অথচ বালু দস্যু কায়েম সরকারি ওই আইন অমান্য করে বড় দুধপাতিলা রেল গেইটের রেল লাইনের মাত্র কয়েক গজ দূরে থেকে ৬থেকে৭ বিঘা জমিতে অবৈধভাবে বালু উত্তোলন করছে। তাহলে ভবিষ্যতে রেল লাইনের কি অবস্থা হবে সেটাও তো একদিন এই বালু গর্ভে বিলীন হবে।আর সাধারণ কৃষকদের অবস্থা কি হবে সামনে আসছে বর্ষা কাল আর এই বর্ষকালে কৃষকদের ত্রী ফলা ফসলের জমি বিলীন হবে এই বালু গর্ভে। সে কথা ভেবে কৃষকেরা তাদের কৃষি জমিতে চাষ করার সাহস পাচ্ছে না। তাই সকল কথা ভেবে কৃষি মাত্রিক দেশে কৃষকদের কথা ভেবে অতিদ্রুত এই বালু দস্যু কায়েমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী ও সচেতন মহল।
Leave a Reply