বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন

ভূলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহব্বান জানিয়ে ফের নৌকায় ভোট চাইলেন মেয়র কাজী আশরাফুল আজম

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জানুয়ারী, ২০২১
  • ২৫৮ Time View

 সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণা চালালেন ঝিনাইদহ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কনক কান্তি দাস। এসময় নৌকার প্রার্থী কাজী আশরাফুল আজম ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহব্বান জানিয়ে ফের নৌকা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান। সোমবার বিকালে শৈলকুপা পৌরসভার রামগোপাল মন্দির এলাকায় আওয়ামীলীগের প্রার্থী কাজী আশরাফুল আজমের পক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজিত সভায় নৌকার প্রার্থী কে ভোট দেয়ার আহব্বান জানান ঝিনাইদহ জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস। তিনি নৌকার সমর্থক নেতা-কর্মী দের উদ্দেশ্যে বলেন, সবাই কে নৌকার প্রার্থী আজম হিসাবে ধরে নির্বাচনী মাঠে কাজ করতে হবে। এসময় তার সাথে জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী সভায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে আওয়ামীলীগের প্রার্থী কাজী আশরাফুল আজম বলেন, ভ’ল-ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নৌকা প্রতীকে ভোট দিবেন। তিনি ইভিএম এ ভোট দেয়ার প্রক্রিয়া জানিয়ে দেন ভোটারদের। প্রয়োজনে এজেন্টদের সহযোগীতা নেয়ার কথা জানান। এসময় এই সম্প্রদায়ের বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন। নির্বাচনী পথ সভাগুলিতে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়াদ্দার, সাংগঠনিক সম্পাদক এম. আব্দুল হাকিম আহমেদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও পিপি এড. ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও চেয়ারম্যান মকবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মোস্তাক, জুলফিকার কায়সার টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া পুজা উদযাপন পরিষদের সভাপতি কালাচাদ সাহা, রতন সহ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংখ্যালঘু নেতারা বলেন, নৌকা তাদের প্রতীক, নৌকা প্রতীক কে জয়ী করতে সবাই কে কাজ করতে হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense