বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ডিসির সাথে সদর উপজেলা কর্মকর্তাদের মতবিনিময় ড. মিজানুর রহমান আজহারীর প্রার্থিতা নিয়ে প্রকাশিত খবরটি গুজব লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা সংঘটিত হয়েছে মুশফিকের ক্যারিয়ারের মাইলফলক শততম টেস্টকে সামনে রেখে কী মন্তব্য করলেন ক্রীড়া উপদেষ্টা অবৈধ মোবাইল ফোন বন্ধের বিষয়ে পরিষ্কার ব্যাখ্যা দিলেন ফয়েজ তৈয়্যব দিল্লিতে অজিত দোভালের সঙ্গে খলিলুর রহমানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে রংপুর বিভাগীয় বই মেলা বর্জন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে এক কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে মামলা গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে কিশোর নিহত

নবাগত ডিসির সাথে সদর উপজেলা কর্মকর্তাদের মতবিনিময়

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩ Time View
17

গোপালগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ-উজ-জামানের সাথে সদর উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট উপসচিব মোঃ আরিফ -উজ-জামান।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আরিফ -উজ-জামান উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, সেবা প্রদান প্রক্রিয়া এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, “গোপালগঞ্জ উন্নয়ন ও শান্তির একটি অনন্য জেলা।

প্রশাসনের সাথে সম্মিলিতভাবে সকলে একসাথে কাজ করলে জনগণকে সেবা প্রদান আরো সহজ হবে। উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দুর্নীতি, অনিয়ম ও ভোগান্তি কমাতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রকিবুল হাসান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ বাবলী শবনম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ্ আলম, উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাষ চন্দ্র সেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার দেবলা চক্রবর্ত্তী, উপজেলা সমাজসেবা অফিসার শারমিন আক্তার, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা উজ্জ্বল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense