
গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ইয়াসিন শেখ (১৩) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) ভোর রাতে উপজেলার দিগনগর ইউনিয়নের বরইহাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন বরইহাট গ্রামের আশরাফ শেখের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেছে মুকসুদপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বরইহাট গ্রামের জয়নাল শেখের নতুন বাড়ির উঠানে স্থানীয় শিশু-কিশোররা নিয়মিত ব্যাডমিন্টন খেলা করত। মঙ্গলবার দিবাগত রাতে খেলার জয়-পরাজয়কে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরাজিত দলের খেলোয়াড় ইয়াসিন শেখের পরিহিত স্যান্ডেলে পা দেওয়াকে কেন্দ্র করে একই গ্রামের জামাল শেখের ছেলে রিফাত (১৭) এর সঙ্গে কথাকাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে রিফাত ইয়াসিনকে কিল-ঘুষি মারেন এবং ব্যাডমিন্টনের ব্যাট দিয়ে আঘাত করেন। ওই আঘাতে ব্যাটের মাথার ভাঙা অংশ ইয়াসিনের কানের নিচে ঢুকে গিয়ে মারাত্মক রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রাজৈর হাসপাতালে নেন। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
ঘটনার পরপরই রিফাত ও তার পরিবার পলাতক রয়েছে। মুকসুদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।