শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জবিতে উদীচীর কক্ষে গাজাসেবনের অভিযোগ, নিষেধ করায় সাংবাদিককে হুমকি বিএনপির এক নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সম্পর্কিত সমন্বিত নতুন নীতিমালা প্রকাশ করা হয়েছে শনিবার থেকে শুরু হচ্ছে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম, যেখানে শিক্ষার্থীরা প্রতিদিনই পাবে ভিন্ন ভিন্ন খাবার প্রত্যাহার করা ২০ ডিসিকে কোন কোন মন্ত্রণালয়ে পুনরায় পদায়ন করা হয়েছে জাতীয় ঈদগাহের সামনে থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের ঘটনায় মূল আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ স্বর্ণের দাম আবার বাড়লো, ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছালো কেনাবেচা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি পেলো শেষ মুহূর্তের আঘাতে নেপালের বিপক্ষে জয় হাতছাড়া করল বাংলাদেশ আল শারার স্ত্রীসংখ্যা জানতে চেয়ে ট্রাম্পের রসিকতা

প্রত্যাহার করা ২০ ডিসিকে কোন কোন মন্ত্রণালয়ে পুনরায় পদায়ন করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৪ Time View
ছবি : সংগৃহীত
44

সারা দেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যাহার করা ২০ জন জেলা প্রশাসককে (ডিসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করেছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

প্রথম প্রজ্ঞাপনে আটজন ডিসির নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়। এর মধ্যে—চাঁপাইনবাবগঞ্জের ডিসি মোহাম্মদ সোলায়মানকে পরিকল্পনা বিভাগে, মুন্সীগঞ্জের ডিসি ফাতেমা তুল জান্নাতকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে কৃষি মন্ত্রণালয়ে, খাগড়াছড়ির ডিসি এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে স্বাস্থ্য সেবা বিভাগে, লক্ষ্মীপুরের ডিসি রাজীব কুমার সরকারকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে, চট্টগ্রামের ডিসি সাইফুল ইসলামকে নৌপরিবহন মন্ত্রণালয়ে, নেত্রকোনার ডিসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে ভূমি মন্ত্রণালয়ে এবং কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে পদায়ন করা হয়েছে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে আরও ১২ জন ডিসিকে উপসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন—পাবনার ডিসি মোহাম্মদ মফিজুল ইসলাম (ভূমি মন্ত্রণালয়), রংপুরের ডিসি মোহাম্মদ রাবিউল ফয়সাল (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ), মাদারীপুরের ডিসি আফছানা বিলকিস (কৃষি মন্ত্রণালয়), বাগেরহাটের ডিসি আহমেদ কামরুল হাসান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়), যশোরের ডিসি মো. আজহারুল ইসলাম (স্বাস্থ্যসেবা বিভাগ), ভোলার ডিসি মো. আজাদ জাহান (পানিসম্পদ মন্ত্রণালয়), মো. ইসরাইল হোসেন (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ), কুড়িগ্রামের ডিসি সিফাত মেহনাজ (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ), বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম (স্থানীয় সরকার বিভাগ), সিরাজগঞ্জের ডিসি মুহাম্মদ নজরুল ইসলাম (বিদ্যুৎ বিভাগ), বরিশালের ডিসি মোহাম্মদ দেলোয়ার হোসেন (বাণিজ্য মন্ত্রণালয়) এবং রাঙামাটির ডিসি মোহাম্মদ হাবিব উল্লাহ (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়)।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ সঙ্গে সঙ্গে কার্যকর হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense