শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণের দাম আবার বাড়লো, ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছালো কেনাবেচা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বৃদ্ধি পেলো শেষ মুহূর্তের আঘাতে নেপালের বিপক্ষে জয় হাতছাড়া করল বাংলাদেশ আল শারার স্ত্রীসংখ্যা জানতে চেয়ে ট্রাম্পের রসিকতা গয়েশ্বর: প্রশাসনকে জনগণের পাশে থাকতে হবে ২৩ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ বিচারকের বাসায় ঢুকে ছেলেকে হত্যা, উন্মোচিত হলো নেপথ্যের রহস্য শার্শায় উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়তে ধানের শীষের বিজয় করতে হবে-মফিকুল হাসান তৃপ্তি সুনামগঞ্জে ভুয়া ব্যবসায়ী সেঁজে কোটি টাকার প্রতারণা গাইবান্ধায় র‌্যাবের অভিযানে সংঘবদ্ধ চক্রের ৬ সদস্য গ্রেফতার জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন সেলিমুজ্জামান সেলিম

শার্শায় উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়তে ধানের শীষের বিজয় করতে হবে-মফিকুল হাসান তৃপ্তি

মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৪২ Time View
59

উন্নয়ন, কর্মসংস্থান, নারীর অগ্রযাত্রা ও মাদকমুক্ত শার্শার অঙ্গীকার তৃপ্তির যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির নির্বাচনী সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার বিকেলে ২ নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শিকারপুর হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

তৃপ্তির আগমন ঘিরে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শার্শার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মী ও সাধারণ মানুষ ঢলে পড়ে মাঠে। সমাবেশে মফিকুল হাসান তৃপ্তি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের অধিকার ও উন্নয়নের কথা চিন্তা করে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান—এই জিয়া পরিবারই বাংলাদেশের গণতন্ত্রের রক্ষক।” তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশে চলছে স্বৈরশাসন। বিএনপির নেতা-কর্মীরা নির্যাতন, গুম ও মিথ্যা মামলার শিকার হয়েছেন, তবুও জনগণের অধিকার আদায়ের লড়াই থেকে কেউ পিছিয়ে যায়নি।  আরও বলেন, নির্বাচিত হলে শার্শার কোনো রাস্তা কাঁচা থাকবে না।

নারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মসংস্থান, বেকার যুবকদের জন্য ভাতা ও চাকরির সুযোগ তৈরি করা হবে। খাল পুনঃখনন, শিল্পায়ন ও কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা হবে। তিনি ঘোষণা দেন, শার্শায় কোনো মাদক ব্যবসায়ী স্থান পাবে না। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এ সময় তিনি নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান। পরে তিনি মরহুম জালাল উদ্দিনের কবর জিয়ারত করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন— শার্শা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ, মুনতাসিম আজিম সাগর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল হাসান রিপন, আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, কৃষক দলের সদস্য আলমগীর হোসেন টিপু, ছাত্রদল নেতা শাহানুর রহমান শাওন, বিপ্লব মন্ডল, ইনজামামুল হক, ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ২ নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, সঞ্চালনা করেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense