বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সংসদ নির্বাচন: অনিশ্চয়তা কাটাতে তফসিলের অপেক্ষায় রাজনৈতিক দলগুলো, শুরু হচ্ছে সংলাপ গোপালগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত শিরখাড়া ইউনিয়নের শ্রীনদি বাজারে হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ রংপুরে সামরিক বাহিনীর সদস্য সেজে অনলাইনে প্রতারণা অভিযানে গ্রেপ্তার ১ নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এসপি রবিউল ইসলাম বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন মির্জা ফখরুল: আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে মুকসুদপুরে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে এক চোর নিহত, আহত আরও ৭ জন দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক শার্শা গড়ার অঙ্গীকার মাওলানা আজীজুর রহমানের বিসিবিতে নতুন যুগের সূচনা আমিনুলের ঘোষণার মধ্য দিয়ে

গোপালগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  কে এম সাইফুর রহমান,  নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৫ Time View
25

গোপালগঞ্জে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  গোপালগঞ্জ জেলা প্রশাসন ও  বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ইউএনডিপি ও ইউরোপীয় ইউনিয়ন এর  আর্থিক ও কারিগরি সহযোগিতায় বুধাবার (১২ নভেম্বর) সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) বিশ্বজিত কুমার পাল।  জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আপনারা এখানে যারা এসেছেন তারা সকলেই গ্রাম আদালতকে গতিশীল করতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে পারেন। আপনারা সকলেই যার যার অবস্থান থেকে গ্রাম আদালতের সেবার কথা সাধারন জনগনকে পৌছে দিবেন। এখানে গোপালগঞ্জ জেলার ৬৭ টি ইউনিয়নের হিসাব সহকারী ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত আছেন এবং আপনাদের মূল দায়িত্ব হলো গ্রাম আদলতের নথি প্রস্তুত করা।এছাড়া যারা গ্রাম আদালতের সুবিধাভোগী তারা যাতে আপনাদের কাছ থেকে ভালো ব্যবহার পায় তা আপনাদের নিশ্চিত করতে হবে। গ্রাম আদালতের বিচার কাজে আপনারা সকলেই সার্বিক সহযোগীতা করবেন। গ্রাম আদালতের বিচারকরা যাতে ন্যায় বিচার করেন সে বিষয়ে নজর দিতে হবে। তিনি আরো বলেন, যে সকল ইউনিয়নে এজলাস আছে সেই সকল ইউনিয়নে চেয়ারম্যানকে দিয়ে এজলাসে বসে বিচার কাজ পরিচালনা করাতে হবে। যেখানে এজলাস মেরামত প্রয়োজন সেখানে ইউনিয়ন পরিষদের মাধ্যমে এজলাস মেরামত করার উদ্যোগ গ্রহন করতে হবে। অনুষ্ঠানের সভাপতি স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল তার বক্তব্যে বলেন, এখনে যে হিসাব সহকারীরা উপস্থিত হয়েছেন তারা সকলেই হলেন গ্রাম আদালতের পেশকার। আপনারা আপনাদের ইউনিয়ন পরিষদের অন্যান্য কাজের পাশাপাশি এই গ্রাম আদালতের কাজটি গুরুত্ব সহকারে পালন করতে হবে। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদে পরিদর্শন করে দেখা যায় কিছু ইউনিয়নে গ্রাম আদালতের কাজ খুব ভালো ভাবে চলছে আবার কিছু ইউনিয়নে আবার ভালো কাজ হচ্ছেনা। তাই সকলে যাতে একই উদ্যোমে কাজ করতে পারেন সে বিষয়ে পদক্ষেপ গ্রহন করতে হবে। প্রতি ইউনিয়নে মাসে কমপক্ষে ৫টি মামলা গ্রহন করতে হবে এবং এই মামলার নথি পত্র হালনাগাদ থাকতে হবে। বিগত দিনগুলোতে যে সকল ইউনিয়ন ভালো কাজ করেছেন তাদেরকে আরো ভালো কাজ করতে হবে। আর যারা ভালো করতে পারেননি তারা যাতে আগামীতে ভালো করে সামনের দিকে এগিয়ে আসতে পারেন সেই উদ্যোগ গ্রহন করা।  বিগত ০৯ মাসের মাঠ পর্যায়ের কার্যক্রমের পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন মোঃ আলিউল হাসানাত খান, ডিস্ট্রিক্ট ম্যানেজার, এভিসিবি-৩ প্রকল্প।  তিনি অবহিত করেন  গোপালগঞ্জ জেলায় ৬৭টি ইউনিয়ন পরিষদে বিগত জানুয়ারি ২৫ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত মোট মামলা দায়ের হয়েছে ৭৯২টি এর মধ্যে উচ্চ আদালত থেকে ৭২টি মামলা গ্রাম আদালতে প্রেরন করা হয়েছে। জেলায় মোট ৭২৭ টি মামলা নিষ্পত্তি করা হয়েছে যার মাধ্যমে ১,১১,৯৬,৯৪০/- টাকা আদায় করা হয়েছে। এছাড়া বিগত সময়ে মাঠ পর্যায়ে যে কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে তার তথ্য উপস্থাপন করা হয়।  উক্ত সভা সঞ্চালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী কমিশনার রুনাল্ট চাকমা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারিহা তানজিন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোহাম্মদ গোলাম মোস্তফা, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, গোপালগঞ্জ জেলার ০৫ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় সরকার শাখার প্রতিনিধি, ৬৭ টি ইউনিয়নের হিসাব সহকারী/ ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও  উপজেলা কো-অর্ডিনেটর সহ মোট ৮৭ জন অংশগ্রহণ করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense