সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :

মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ চাষীকে কুপিয়ে জখম

নাহিদ জামান, মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৩৮ Time View
51

মাদারীপুরের কালকিনি উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মাছচাষিকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে।

৯ নভেম্বর (শনিবার) সকাল ১২ টায় কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের দাঁতপুর এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে।

আহত মাছ চাষীর নাম বাবুল কাজী, তিনি ওই এলাকার সামচু কাজীর ছেলে। বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, এলাকার মতি হাওলাদারের ছেলে অভিযুক্ত জাকির হাওলাদার দলবল নিয়ে জোরপূর্বক তার মাছের ঘেরে মাছ ধরতে আসে। এতে তিনি বাধা দিলে জাকির হাওলাদার ক্ষিপ্ত হয়ে দেশী অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। তাকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। এ হামলায় জাকির হাওলাদারের সঙ্গে হাকিম হাওলাদার ও আলিফ হাওলাদারও ছিল বলে অভিযোগ করেন বাবুল কাজী।

এ ঘটনায় অভিযুক্ত জাকির হাওলাদার বলেন। তিনি বাবুল কাজীর মাছের ঘেরে ঘাস কাটতে গিয়েছিলেন। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুল কাজী অভিযুক্তের স্ত্রীকে মারধর করলে, সেই ক্ষোভপ তিনি বাবুল কাজীকে আঘাত করেন।

এ বিষয়ে জানতে চাইলে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ ঘটনায় আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনা এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং আহত মাছচাষীর পরিবার দ্রুত আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense