বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৮ Time View
ছবি: সংগৃহীত
48

ফুটবল বিশ্বের অন্যতম বৃহৎ সংঘর্ষে আজ রাতে অ্যানফিল্ডে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান দৈত্য—লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় মহাযুদ্ধে আবারও দেখা হচ্ছে দুই কিংবদন্তি ক্লাবের, যেখানে প্রতিটি মুহূর্তে থাকবে প্রতিশোধের আগুন, গৌরবের লড়াই আর চ্যাম্পিয়ন্স লিগের মর্যাদার প্রশ্ন।

আর্নে স্লটের দল শনিবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে, তবে আজকের রাতই আসল পরীক্ষা। লিগে হতাশা ভুলে সলাহরা এখন তাকিয়ে ইউরোপীয় মঞ্চের উজ্জ্বল আলোর দিকে।
অন্যদিকে, প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ যেন এক অজেয় যন্ত্রের নাম—১৪ ম্যাচে ১৩ জয়, মাত্র এক হার। এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারানোর পর ভ্যালেন্সিয়াকে ৪–০ ব্যবধানে উড়িয়ে অ্যানফিল্ডে এসেছে তারা।

সামনের সারিতে এমবাপ্পে, বেলিংহ্যাম ও ভিনিসিয়ুস জুনিয়র—এই ত্রয়ী বর্তমানে ইউরোপের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ। পাল্টা জবাবে লিভারপুলের ভরসা তাদের মিশরীয় জাদুকর মোহাম্মদ সালাহ, যিনি সম্প্রতি ছুঁয়েছেন আরেকটি মাইলফলক।

তবে চোটের চিন্তাও কম নয়—অ্যালিসন, ফ্রিমপং, এমনকি ইসাকও অনিশ্চিত। তারপরও লিভারপুল জানে, আনফিল্ডে তাদের দর্শকরাই আসল ‘দ্বাদশ খেলোয়াড়’। ঘরের মাঠে শেষ ২২টি চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ ম্যাচের ২০টিতেই জয় তাদের দখলে।

অন্যদিকে, পরিসংখ্যান বলছে রিয়াল এগিয়ে—গত সাত মৌসুমে লিভারপুলের বিপক্ষে আট সাক্ষাতে পাঁচ জয় পেয়েছে তারা।
তবু লিভারপুলের মনে গেঁথে আছে গত মৌসুমের স্মৃতি—এই মাঠেই মাদ্রিদের বিপক্ষে ২–০ ব্যবধানে জিতেছিল রেডস। সেই অনুপ্রেরণাতেই আবার নামবে তারা প্রতিশোধ ও গৌরবের লড়াইয়ে।

অ্যানফিল্ডের আলো, দর্শকের গর্জন ও দুই দলের ঐতিহ্যের ছোঁয়ায় ইউরোপ প্রস্তুত এক স্মরণীয়, রোমাঞ্চকর রাতের জন্য।


ম্যাচ দেখবেন যেভাবে

বাংলাদেশের দর্শকরা টফি অ্যাপ-এ একেবারে ফ্রি ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। মোবাইলে সহজেই অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধন ছাড়াই উপভোগ করা যাবে লিভারপুল–রিয়ালের এই হাইভোল্টেজ লড়াই। চাইলে ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও টফির ওয়েবসাইটে দেখা যাবে ম্যাচটি।


ম্যাচ তথ্য

ভেন্যু: অ্যানফিল্ড, লিভারপুল
সময়: বাংলাদেশ সময় বুধবার রাত ২টা
রেফারি: ইস্তভান কোভাকস (রোমানিয়া)


সম্ভাব্য একাদশ

লিভারপুল (৪–৩–৩): মামারদাশভিলি; ব্র্যাডলি, কানাতে, ফান ডাইক, রবার্টসন; গ্রাভেনবার্গ, সোবোসলাই, ম্যাক অ্যালিস্টার; সালাহ, একিতিকে, ভার্টজ।

রিয়াল মাদ্রিদ (৪–২–৩–১): কোর্তোয়া; ভালভার্দে, মিলিতাও, হুইজেন, ক্যারেরাস; চুয়ামেনি, কামাভিঙ্গা; গুলার, বেলিংহ্যাম, ভিনিসিয়ুস; এমবাপ্পে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category