মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরখাড়ায় রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু বিএমএসএফ-এর ১৪ বছর পূর্তি ও সাধারণ সভা ৩০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এডভোকেট গৌরাঙ্গ বসু বাহুবলে জুলাই শহীদ দিবস-২০২৫ উদযাপন করলো উপজেলা প্রশাসন লোহাগড়ায় জমি বিরোধে কৃষক জাহাঙ্গীর শেখ খুন, আহত ৩ জন মাদারীপুরে এনসিপি’র পদযাত্রায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ঈর্ষান্বিত সাফল্য তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষে চূড়ান্ত হবে: রিজওয়ানা হাসান বিশেষ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রাজৈর-মাদারীপুরে নদীতে আত্মঘাতী ড্রেজারে কোটি টাকার বালু লুট!

শিরখাড়ায় রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু

মাদারীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের হাওয়ার মোর এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল (২০ জুলাই ২০২৫) রাত আনুমানিক ১১টার দিকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ, যা এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারীর গলায় ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত নারী ১৮ মাস বয়সী সন্তানের জননী। ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির সকল সদস্য পলাতক রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।

এ বিষয়ে শিরখাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাজ্জাক মিয়া বলেন, “এলাকাবাসীর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মেয়েটি নিচে পড়ে আছে, নিথর দেহ। মেয়েটির আপন বলতে কেউ নেই। সে অসহায় জীবনযাপন করতো। মা নেই, বাবা প্রতিবন্ধী, ভাই খোঁজও রাখে না।”

নিহতের মামাবাড়ির লোকজনের বাড়ি পার্শ্ববর্তী শাহরিয়ারবাগ এলাকায়। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা খুনিদের ফাঁসি চাই। মেয়েটা খুব সহজ-সরল ও দরিদ্র ছিল। শ্বশুরবাড়ির লোকজন প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। মারধর করতো। ওর যদি কোনো সমস্যা থাকতো, তাহলে ডিভোর্স দিতো। জীবন নেওয়ার অধিকার তাদের কে দিয়েছে?”
এ সময় আশেপাশের অনেক নারীও কান্নায় ভেঙে পড়েন।

নিহতের কাকা মজিবুর রহমান ফরাজি সাংবাদিকদের বলেন, “আমার ভাইয়ের মেয়েকে নির্মমভাবে খুন করা হয়েছে। গলায় ছুরির আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল। এটি কোনো আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা।”

এ ঘটনায় এখনো জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, তারা প্রাথমিক তদন্ত করছে এবং মৃত্যুর কারণ নিশ্চিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহের ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense