মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন

কালিয়ায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

নড়াইল জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩০০ Time View

নড়াইলের কালিয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাকিব শেখ (৫) ও মানিক ইসলাম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাতে উপজেলার খাশিয়াল ইউনিয়নের উত্তর খাশিয়াল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম বরকত উল্লাহ পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাকিব উত্তর খাশিয়াল গ্রামের জাকাত শেখের ছেলে। মানিক বরিশাল জেলার আরিফুল ইসলাম এর ছেলে। তবে সে তার মায়ের সাথে মামাবাড়ি উত্তর খাশিয়াল গ্রামে বসবাস করত।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে একসঙ্গে খেলাধুলা করছিল সাকিব ও তার ফুপাতো ভাই মানিক। এসময় পরিবারের লোকজন যার যার কাজে ব্যস্ত ছিলেন। পরে বাড়ির পাশে থাকা একটি ছোট পুকুরে পড়ে যায় তারা। এদিন সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাঁদের খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই পুকুরের পানিতে একজনের মরদেহ ভাসতে দেখেন। এরপরে খোঁজ করে পুকুর থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে নড়াগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান মুঠোফোনে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দু’টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া থানায় অপমৃত্যু মামলা রজু হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense