শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুতিনকে ফোন করার পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’ সবজির দাম বেড়েছে, তবে ডিম ও মুরগিতে কিছুটা স্বস্তি ফিরেছে কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব অজান্তেই শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস, ঘুমের সময়ই দেখা দেয় সতর্কবার্তা লক্ষণগুলো সীমিত মানিচেঞ্জার লাইসেন্স পাবেন যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান দেশে খাদ্যের মজুদ প্রায় ৩ লাখ টন বৃদ্ধি পেয়েছে: প্রেস উইং বিশ্ববাজারে তেলের মূল্য পুনরায় হ্রাস পেয়েছে বিয়ের মাত্র ১১ দিন পরে পর্তুগালের তারকা ফুটবলারের মৃত্যু হলো দেশে মুক্তি পাচ্ছে দুইটি হলিউড সিনেমা ভারতের হাতে আসছে শক্তিশালী মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার

ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১৪৯ জন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৪ Time View

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে চিকিৎসাধীন ১৪৯ জন রোগীর মধ্যে ঝুমুর (৪০) নামে এক নারী মৃত্যুবরণ করেছেন। তিনি বরগুনার বেতাগী উপজেলার শারিশামুড়ি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের উপপরিচালক ডা. এস এম মনিরুজ্জামান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তদের মধ্যে বরগুনা জেলা হাসপাতালে সবচেয়ে বেশি ৮৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশালের শেবাচিম হাসপাতালে ২৫ জন, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৭ জন, পটুয়াখালীতে ২১ জন, পিরোজপুরে ৭ জন এবং ভোলায় ১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন।

বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৪৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

এ প্রসঙ্গে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। তিনি সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার কামড় থেকে সুরক্ষা নেওয়ার আহ্বান জানান।

স্বাস্থ্য বিভাগ সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের নিজ উদ্যোগে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense