শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দলের নাম ব্যবহার করে কেউ অসদাচরণ করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা : রিজভী তেজগাঁওয়ে সৌদি রিয়াল ডাকাতির ঘটনায় ১৩ জন গ্রেপ্তার পুতিনকে ফোন করার পর ট্রাম্প বললেন, ‘আমি হতাশ’ সবজির দাম বেড়েছে, তবে ডিম ও মুরগিতে কিছুটা স্বস্তি ফিরেছে কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব অজান্তেই শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস, ঘুমের সময়ই দেখা দেয় সতর্কবার্তা লক্ষণগুলো সীমিত মানিচেঞ্জার লাইসেন্স পাবেন যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান দেশে খাদ্যের মজুদ প্রায় ৩ লাখ টন বৃদ্ধি পেয়েছে: প্রেস উইং বিশ্ববাজারে তেলের মূল্য পুনরায় হ্রাস পেয়েছে বিয়ের মাত্র ১১ দিন পরে পর্তুগালের তারকা ফুটবলারের মৃত্যু হলো

মোটরসাইকেল রেজিস্ট্রেশন বিষয়ে বিআরটিএর কঠোর নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৫০ Time View
ছবি : সংগৃহীত

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মোটরসাইকেল রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানিকৃত কোনো মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যাবে না। দেশের সব সার্কেল অফিসকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাসের সই করা এক আদেশে জানানো হয়, কিছু অসাধু আমদানিকারক সেমি নকড ডাউন (এসকেডি) বা কমপ্লিটলি নকড ডাউন (সিকেডি) পদ্ধতিতে মোটরসাইকেল এনে জালিয়াতির মাধ্যমে সেগুলোকে সম্পূর্ণ প্রস্তুত মোটরসাইকেল (সিবিইউ) হিসেবে দেখিয়ে রেজিস্ট্রেশন করাচ্ছেন।

এছাড়াও কিছু ক্ষেত্রে ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলকে ১৬৫ সিসি বা তার নিচের ক্যাটাগরিতে দেখিয়ে কাস্টমস ছাড় করিয়ে রেজিস্ট্রেশনের চেষ্টা করা হচ্ছে। এসব অনিয়ম রোধে বিআরটিএ সদর দপ্তর থেকে আমদানিকৃত সিবিইউ ও এসকেডি মোটরসাইকেলের চেসিস ও ইঞ্জিন নম্বর যাচাই করে তালিকা তৈরি করা হবে এবং বিআরটিএ আইএস-এ আপলোড করা হবে। সেই তালিকার ভিত্তিতেই সার্কেল অফিসগুলো রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করবে।

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ৩১ জুলাইয়ের পর অনুমোদিত তালিকা ছাড়া সিবিইউ বা এসকেডি মোটরসাইকেল রেজিস্ট্রেশন করা যাবে না। এ নির্দেশনার ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই নির্দেশনায় বিআরটিএর চেয়ারম্যানের অনুমোদন রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense