বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:০৯ পূর্বাহ্ন

জুলাই অভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে মাসব্যাপী অনুষ্ঠান শুরু

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৮ Time View

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে আজ ১ জুলাই থেকে মাসব্যাপী অনুষ্ঠানমালা শুরু হচ্ছে। এই অনুষ্ঠান চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত মাঝে মাঝে বিরতি নিয়ে। এর নাম দেওয়া হয়েছে ‘জুলাই স্মৃতি উদ্‌যাপন অনুষ্ঠানমালা’।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া, আজই জুলাই ক্যালেন্ডার বিতরণ করা হবে এবং জুলাই হত্যাকাণ্ডের অপরাধীদের বিচার দাবিতে গণ-স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হবে, যা আগামী ১ আগস্ট পর্যন্ত চলবে। এদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই শহীদ স্মরণে শিক্ষাবৃত্তি কার্যক্রমও চালু হবে।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই ক্যালেন্ডারের উদ্বোধন করবেন।

অনুষ্ঠানমালা মাঝে মাঝে বিরতি দিয়ে ধারাবাহিকভাবে চলবে। উদাহরণস্বরূপ, ১ জুলাইয়ের পর ৫, ৭ ও ১৪ জুলাই নানা কর্মসূচি থাকবে। সমাপ্তির দিনে, অর্থাৎ ৫ আগস্ট (৩৬ জুলাই), ৩৬ জুলাইয়ের ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, মানিক মিয়া অ্যাভিনিউতে বিজয় মিছিল, এয়ার শো, গানের অনুষ্ঠান, ‘৩৬ ডেইস অব জুলাই’সহ জুলাইয়ের অন্যান্য ডকুমেন্টারি প্রদর্শন ও ড্রোন শোর আয়োজন করা হবে।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়ে জুলাই মাসজুড়ে গণ-অভ্যুত্থান হয়, যা ‘জুলাই গণ-অভ্যুত্থান’ বা ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিত।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense