বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন

আইএসপিএবি ৭০০ টাকার ব্রডব্যান্ড সেবা ৫০০ টাকায় দেয়ার নির্দেশ দিয়েছে

জনপদ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৩৫ Time View

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন ১০ এমবিপিএস স্পিডের ৭০০ টাকার প্যাকেজটি গ্রাহকদের কাছে ৫০০ টাকায় সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় এবং জানায় যে, এই নতুন মূল্য ১ জুলাই থেকে কার্যকর হবে।

সঙ্গে মাসিক ইন্টারনেট বিলের উপর ৫ শতাংশ ভ্যাট যুক্ত করে আদায় করার কথাও বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে কোনো আইএসপি ৫ এমবিপিএস স্পিডের প্যাকেজ দেয় না, বরং গড়ে ১০ এমবিপিএস ব্যান্ডউইথ প্রদান করে থাকে। তাই আইএসপিএবি ৫০০ টাকা থেকে প্যাকেজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স অনুযায়ী, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটে বিশ্বের ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৮তম। এই অবস্থানকে উন্নত করার লক্ষ্য নিয়ে আইএসপিএবি কাজ করছে। সরকার যদি সামাজিক দায়বদ্ধতা তহবিল ও রেভিনিউ শেয়ার প্রত্যাহার করে তবে ভবিষ্যতে ২০ এমবিপিএস স্পিড নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও জানান, বেশির ভাগ গ্রাহক মাসিক বিলের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট দিতে অনিচ্ছুক, ফলে সেটি আদায় করা কঠিন। তবে আইএসপিএবির সদস্যরা সরকারের সঙ্গে সমন্বয় রেখে দেশের উন্নতির জন্য এই ভ্যাট গ্রাহকদের কাছ থেকে আদায় করে রাজস্ব হিসেবে জমা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

আইএসপিএবি অনুরোধ করেছে, প্রতি সংযোগের মাসিক ফিতে নিয়ম অনুযায়ী ৫ শতাংশ ভ্যাট প্রদান এবং মাসিক বিলের রসিদ প্রদান নিশ্চিত করতে।

এর আগে ২২ মে বিটিআরসি দেশের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটের একক দাম নির্ধারণ করে, যেখানে ৫ এমবিপিএসের মাসিক মূল্য সর্বোচ্চ ৪০০ টাকা, ১০ এমবিপিএসের ৭০০ টাকা এবং ২০ এমবিপিএসের ১,১০০ টাকা নির্ধারিত হয়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense