মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

একদিনে আরও ২৬২ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১ জন

জনপদ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৪৯ Time View

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬২ জন। এর মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ১৪১ জন আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়েছে।

শনিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্যগুলো জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিভাগে ১৪১ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরে ১৮ জন, ঢাকা উত্তর সিটিতে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪০ জন, খুলনা বিভাগে ৬ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত একদিনে দেশে মোট ২১৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত চলতি বছরে ৮ হাজার ৩৮০ জন রোগী ছাড়পত্র লাভ করেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ পর্যন্ত ডেঙ্গুজনিত কারণে ৪১ জনের মৃত্যু ঘটেছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense