বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

মেজর লিগ ক্রিকেটে এবার নাটকীয়তার চূড়ান্ত, শেষ বলেই ছক্কা মেরে রুদ্ধশ্বাস জয়!

খেলা ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩৩৬ Time View
17

শেষ বলে দরকার ছিল ৬ রান। ব্যাট হাতে শেমরন হেটমায়ার, বল করছেন কাইরন পোলার্ড—এমন চাপের মুহূর্তে সহজেই অনুমান করা যায় পরিস্থিতির গুরুত্ব কতটা। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করেছেন হেটমায়ার।

পোলার্ডের মিডল স্টাম্প লক্ষ্য করে করা ডেলিভারিতে হাঁটু গেড়ে স্কয়ার লেগ দিয়ে দুর্দান্ত এক ছক্কা হাঁকান তিনি। সেই শটেই মুম্বাই নিউইয়র্ককে ৩ উইকেটে হারিয়ে দেয় সিয়াটল অরকাস। একই সঙ্গে ২৩৭ রানের লক্ষ্যে তাড়া করে জয়ের মাধ্যমে মেজর লিগ ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়ার নতুন রেকর্ড গড়ে দলটি।

এর আগে এই রেকর্ড ছিল ওয়াশিংটন ফ্রিডমের দখলে—তারা ২২ জুন টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ২২১ রান তাড়া করে জিতেছিল। এমনকি মাত্র একদিন আগেও ওয়াশিংটন ফ্রিডম গড়েছিল আরেকটি রেকর্ড—কোনো ফিফটি ছাড়াই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া (২১৪)।

সিয়াটল অরকাসের জন্য এই জয় ছিল বহু কাঙ্ক্ষিত। টানা ১০ ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেল তারা। এবারের আসরে এটিই তাদের প্রথম জয়।

তবে জয়টি সম্ভব হয়েছে হেটমায়ারের অবিশ্বাস্য ইনিংসের কারণে। তিনি খেলেছেন ৪০ বলের অপরাজিত ৯৭ রানের ইনিংস। শেষ দুই ওভারে দরকার ছিল ৩২ রান, যেখানে হেটমায়ার খেলেছেন ৮ বল, মেরেছেন ৪টি ছক্কা—প্রায় একাই জিতিয়েছেন দলকে।

এই ম্যাচটি হেটমায়ারের জন্যও ছিল নিজের আত্মবিশ্বাস ফেরানোর উপলক্ষ। আইপিএলে যেখানে তিনি ১৪ ম্যাচে করেছেন মাত্র ২৩৯ রান, সেখানে তাঁর সতীর্থ পুরান করেছিলেন ৫২৪ রান। আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ব্যাটে রান ছিল না। অনেকেই তখন তাঁকে ‘ওভাররেটেড’ বলছিলেন। কিন্তু এই ম্যাচে হেটমায়ার যেন সব সমালোচনার জবাব দিয়েছেন ব্যাটে। এবারের মেজর লিগ ক্রিকেটে এটাই তাঁর প্রথম ফিফটি—আর সেটি এসেছে এমন এক স্মরণীয় জয় এনে দিয়ে।

 

ম্যাচ শেষে হেটমায়ার বলেন,
‘এটা আমার সেরা ইনিংসগুলোর একটি। কারণ আমরা চূড়ান্ত চাপের মধ্যে ছিলাম। হারার কোনো সুযোগ ছিল না। আগের ম্যাচটা এখনো মাথায় ঘুরছে—কারণ সেটাও জেতা সম্ভব ছিল। তাই আজ দলকে জেতাতে পারাটা দারুণ অনুভব হচ্ছে।’

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category