মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

‘নগদ’-এর নেতৃত্বে নতুন চেয়ারম্যান

জনপদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৯৯ Time View
ছবি : সংগৃহীত
24

বাংলাদেশ ব্যাংক ডাক বিভাগের অধীন ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’-এর জন্য নতুন ব্যবস্থাপনা পর্ষদ গঠন করেছে। এবি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কায়জার আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে সাত সদস্যের নতুন বোর্ড গঠিত হয়েছে।

২৩ জুন ডাক বিভাগের মহাপরিচালকের কাছে এ সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

নতুন পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন—মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়াল ফেলো ড. নিয়াজ আসাদুল্লাহ, পিআরআইয়ের গবেষণা পরিচালক বজলুল হক খন্দকার, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন, ডাক বিভাগের মহাপরিচালক এবং অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব (পদাধিকারবলে সদস্য)।

উল্লেখ্য, আগের পর্ষদের সদস্যরা ২০২৩ সালের ৫ আগস্ট দায়িত্ব ছেড়ে দিলে বাংলাদেশ ব্যাংক ২১ আগস্ট নগদে প্রশাসক নিয়োগ দেয়। এরপর সেপ্টেম্বরে সাবেক বিআইডিএস মহাপরিচালক কে এ এস মুরশিদকে চেয়ারম্যান করে ৫ সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পর্ষদ গঠন করা হয়। তবে এ নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা হয়, যার রায়ে আদালত বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, ডাক বিভাগের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এই নতুন ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন করেছে।

চিঠিতে বলা হয়েছে, ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’-এর আওতায় নতুন পর্ষদ গঠন করা হয়েছে, যা নগদের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে।

নতুন এই বোর্ডের মাধ্যমে ‘নগদ’-এর পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category