শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল কাস্টমসে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণে এনবিআর চেয়ারম্যানের পরিদর্শন গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক  পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, সম্পাদক রনি শিরখাড়ায় রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু বিএমএসএফ-এর ১৪ বছর পূর্তি ও সাধারণ সভা ৩০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এডভোকেট গৌরাঙ্গ বসু বাহুবলে জুলাই শহীদ দিবস-২০২৫ উদযাপন করলো উপজেলা প্রশাসন লোহাগড়ায় জমি বিরোধে কৃষক জাহাঙ্গীর শেখ খুন, আহত ৩ জন মাদারীপুরে এনসিপি’র পদযাত্রায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন গোপালগঞ্জে এসএসসি পরীক্ষায় রাবেয়া-আলী গার্লস স্কুল এন্ড কলেজের ঈর্ষান্বিত সাফল্য

রাজধানীর ভিন্ন দুটি স্থানে ২টি মরদেহ উদ্ধার করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১০৯ Time View
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী ও রামপুরায় পৃথক দুটি ঘটনায় পুলিশ বাসের হেলপার ও এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে।

বুধবার (১৮ জুন) সকাল ও রাতে মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহতরা হলেন—বনানীর মো. মুন্না (১৯) এবং রামপুরার সুমি আক্তার (৩৫)।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মওদুদ কামাল জানান, রাত সাড়ে ১১টার দিকে মুন্নার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আত্মীয়দের কাছ থেকে জানা যায় মুন্না একজন বাসের হেলপার ছিলেন। গত রাতে স্বামী-স্ত্রীর ঝগড়ার পর মুন্না গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছিলেন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলেও মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মুন্নার বাবা মো. ইয়াসিন বলেন, “আমার ছেলে বাসের হেলপার ছিল। তার বিয়ে হয়েছিল জোনাকি নামের এক মেয়ের সঙ্গে। কিছুদিন আগে তাদের একটি সন্তান হয়েছিল, যা মারা যায়। এ নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কম হতো। পারিবারিক কলহের এক পর্যায়ে নিজের ঘরে গলায় ফাঁস দেন।”

অন্যদিকে, রামপুরা থানার পূর্ব হাজীপাড়া ঝিলপার এলাকায় একটি বাসা থেকে সুমি আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) খাঁন আব্দুর রহমান জানান, খবর পেয়ে গতকাল ওই বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের কাছ থেকে জানা যায়, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense