শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

গণপরিবহন মালিক-শ্রমিক এবং পথচারী-যাত্রীদের জন্য ডিএমপির নির্দেশনা

অনলাইন সংস্করণ
  • Update Time : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৬০ Time View

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাস টার্মিনাল ও গণপরিবহন ব্যবস্থাপনায় একগুচ্ছ নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ (সোমবার) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন করার লক্ষ্যে গণপরিবহন মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য কিছু নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের যাত্রা সুষ্ঠু রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। সেই প্রেক্ষিতে বাস মালিক-শ্রমিক ও যাত্রীদের জন্য নিম্নোক্ত নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ জানানো হয়েছে:


গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য নির্দেশনা:

১. বাস যাত্রার নির্ধারিত সময়সূচি অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে।
২. যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা যাবে না।
৩. যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করা যাবে না।
৪. একই সিট একাধিক যাত্রীকে বিক্রি করা যাবে না।
৫. সিটের অতিরিক্ত যাত্রী বাসের ছাদে বহন করা যাবে না।
৬. পণ্য ও পশুবাহী গাড়িতে (বিশেষ করে ফিরতি পথে) যাত্রী বহন করা যাবে না।
৭. গতিসীমা মেনে গাড়ি চালাতে হবে; বেপরোয়া ও অতিরিক্ত গতিতে গাড়ি চালানো নিষিদ্ধ।
৮. ওভারটেকিং নিষিদ্ধ এলাকায়, রাস্তার বাঁকে ও সরু সেতুতে ওভারটেকিং করা যাবে না।
৯. মাদক সেবন করে, ঘুমঘুম ভাব নিয়ে বা শারীরিক অসুস্থ অবস্থায় গাড়ি চালানো যাবে না।
১০. বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি চালানো যাবে না।
১১. গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করা এবং উচ্চ শব্দে গান বাজানো যাবে না।
১২. উল্টো পথে গাড়ি চালানো যাবে না।
১৩. বৈধ ড্রাইভিং লাইসেন্স যাচাই করে চালক নিয়োগ দিতে হবে।
১৪. চালককে একটানা ৫ ঘণ্টার বেশি এবং দিনে ৮ ঘণ্টার বেশি ড্রাইভিং করতে বাধ্য করা যাবে না।


যাত্রীদের জন্য নির্দেশনা:

১. যত্রতত্র সড়কে বাসে না উঠে নির্দিষ্ট টার্মিনাল/কাউন্টার থেকে বাসে উঠতে হবে।
২. অপরিচিত কারো দেওয়া খাবার বা পানীয় গ্রহণ করা যাবে না।
৩. মালামাল নিজের দায়িত্বে রাখতে হবে।
৪. বাস যাত্রার নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে উপস্থিত হতে হবে।
৫. রাস্তা পারাপারে ফুট ওভারব্রিজ/আন্ডারপাস/জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে।
৬. চলন্ত গাড়িতে উঠা-নামা এবং পণ্যবাহী/পশুবাহী গাড়িতে যাত্রী হিসেবে ভ্রমণ করা যাবে না।


পথচারীদের জন্য নির্দেশনা:

১. রাস্তা পারাপারে জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করতে হবে।
২. দৌড়ে বা মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হওয়া যাবে না।
৩. ফুটপাত ব্যবহার করে চলাচল করতে হবে।


কোনো জরুরি প্রয়োজনে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম বা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category