বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

ভারতে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৫০৯ Time View
গুজরাটে আতশবাজি কারখানায় বিস্ফোরণ। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার ফলে অন্তত ১৮ জনের মৃত্যু এবং পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের ফলে কারখানার কংক্রিটের ছাদ ধসে পড়ে, এবং অনেকেই তার নিচে চাপা পড়েন।

সরকারি মুখপাত্র ঋষিকেশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, “গুজরাট রাজ্যের দিসা শহরে অবস্থিত কারখানার কমপ্লেক্সে এই ভয়ানক বিস্ফোরণ ঘটে, যার ফলস্বরূপ ছাদ ধসে পড়ায় ১৮ জনের মৃত্যু ও আরও পাঁচজন আহত হন।”

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের কারণে কারখানার একাংশ ধ্বংস হয়ে যায় এবং ধ্বংসস্তূপের নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করেছেন যে, এই আতশবাজি কারখানায় বেআইনিভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখা হয়েছিল, যা কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে এই দুর্ঘটনা ঘটিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিল এবং পুলিশ ইতিমধ্যে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে, সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনায় একটি বাড়িতে আরেকটি বিস্ফোরণের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। সেখানেও অভিযোগ করা হয়েছে যে, বেআইনিভাবে বাজি ও বিস্ফোরক মজুত রাখা হয়েছিল।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense