বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

সারা দেশে ‘অনলাইন করেসপনডেন্ট’ নিচ্ছে আলোকিত জনপদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১১০০ Time View

দেশের জনপ্রিয় অনলাইন আলোকিত জনপদ পত্রিকায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও মনমনসিংহ বিভাগের বিভিন্ন জেলা ও বিশ্ববিদ্যালয় ‘অনলাইন করেসপনডেন্ট’ নেওয়া হবে।

আপনি যদি সাংবাদিকতায় অভিজ্ঞ হন, ভিডিও বা মাল্টিমিডিয়া প‍্যাকেজ তৈরির অভিজ্ঞতা থাকে, এবং লাইভে (সরাসরি) ক‍্যামেরার সামনে স্বতঃস্ফূর্তভাবে সংবাদ বা ঘটনার বর্ণনা ও নির্ভুল তথ‍্য সংগ্রহ করে মাল্টিমিডিয়া প‍্যাকেজ আকারে উপস্থাপন করতে পারেন, তাহলে নির্ধারিত জেলা  ‘আলোকিত জনপদ অনলাইন করেসপনডেন্ট’ পদে আবেদন করতে পারেন। প্রার্থীকে অবশ‍্যই নিজ জেলায় অবস্থান করতে হবে।

 

নিম্নোক্ত জেলার  জন‍্য ‘ আলোকিত জনপদ অনলাইন করেসপনডেন্ট’ নেওয়া হবে :

ঢাকা মহানগর ও জেলা (১১ জন)

১. উত্তরা ও বিমানবন্দর ২. মিরপুর, ভাষানটেক, কাফরুল, পল্লবী, দারুসসালাম, শাহ্আলী ও রূপনগর ৩. ধানমণ্ডি, মোহাম্মদপুর ও আদাবর ৪. মতিঝিল, পল্টন, রমনা, শাহবাগ ৫. গুলশান, বনানী, ভাটারা, বাড্ডা ও বসুন্ধরা ৬. খিলগাঁও, রামপুরা, শাহজাহানপুর, সবুজবাগ ও মুগদা ৭. যাত্রাবাড়ী, ওয়ারী, গেণ্ডারিয়া, শ্যামপুর ও সদরঘাট ৮. কোতোয়ালি, সূত্রাপুর, লালবাগ, বংশাল, চকবাজার ও কামরাঙ্গীরচর ৯. ধামরাই উপজেলা ১০. কেরানীগঞ্জ উপজেলা ১১. দোহার ও নবাবগঞ্জ উপজেলা

নরসিংদী জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

গাজীপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

মানিকগঞ্জ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

টাঙ্গাইল জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

মুন্সীগঞ্জ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

রাজবাড়ী জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

গোপালগঞ্জ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

শরীয়তপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

মাদারীপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

ফরিদপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

চট্টগ্রাম মহানগর ও জেলা (৯ জন)

১. নিউমার্কেট, খাতুনগঞ্জ, চকবাজার ও পাহাড়তলী ২. জিইসি, আগ্রাবাদ, বন্দর, পতেঙ্গা, হালিশহর ও ইপিজেড ৩. আনোয়ারা ও কর্ণফুলী ৪. চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালী উপজেলা ৫. রাঙ্গুনিয়া উপজেলা ৬. সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালী উপজেলা ৭. সন্দ্বীপ উপজেলা ৮. মীরসরাই ও সীতাকুণ্ড উপজেলা ৯. হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলা

কক্সবাজার জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

বান্দরবান জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

রাঙামাটি জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

নোয়াখালী জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

ফেনী জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

কুমিল্লা জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

চাঁদপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

রাজশাহী জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

নাটোর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

জয়পুরহাট জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

নওগাঁ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

বগুড়া জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

পাবনা জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

খুলনা জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

কুষ্টিয়া জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

ঝিনাইদহ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

নড়াইল জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

বাগেরহাট জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

মাগুরা জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

মেহেরপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

যশোর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

সাতক্ষীরা জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

বরিশাল জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

বরগুনা জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

ভোলা জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

ঝালকাঠি জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

পিরোজপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

 

সিলেট মহানগর ও জেলা (৬ জন)

১. সদর, বিমানবন্দর ও দক্ষিণ সুরমা ২. জৈন্তাপুর উপজেলা ও তামাবিল স্থলবন্দর ৩. কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা ৪. বালাগঞ্জ ও বিশ্বনাথ উপজেলা ৫. বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ ও গোলাপগঞ্জ উপজেলা  ৬. গোয়াইনঘাট,  ওসমানীনগর ও কোম্পানীগঞ্জ উপজেলা

মৌলভীবাজার জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

হবিগঞ্জ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

রংপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

দিনাজপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

গাইবান্ধা জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

নীলফামারী জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

লালমনিরহাট জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

শেরপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

জামালপুর জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

নেত্রকোনা জেলা ( ১ জন) জেলা প্রতিনিধি

 

আপনি যদি উপরে উল্লেখিত জেলার, বাসিন্দা হয়ে থাকেন এবং আপনার এলাকার সংবাদ সারা বিশ্বকে জানাতে চান, তাহলে আবেদন করুন এখনই।

 

‘আলোকিত জনপদ অনলাইন করেসপনডেন্ট’-এর দায়িত্ব

  • মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি : গুরুত্বপূর্ণ ঘটনার তথ‍্য সংগ্রহ এবং আকর্ষণীয় ও মানসম্পন্ন ভিডিও ফুটেজ ধারণ করে ভিডিও প‍্যাকেজ তৈরির উপযোগী প্রতিবেদন পাঠাতে হবে
  • স্ক্রিপ্ট লেখা : আলোকিত জনপদ অনলাইনের সম্পাদকীয় মান বজায় রেখে প‍্যাকেজ তৈরির ভিডিও স্ক্রিপ্ট লিখতে হবে
  • লাইভ (সরাসরি) উপস্থাপন : আলোকিত জনপদ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য লাইভ (সরাসরি) ক্যামেরার সামনে পেশাদারত্ব ও স্বচ্ছতা বজায় রেখে সাবলীল তথ‍্য ও সংবাদের সঠিক চিত্র তুলে ধরতে হবে
  • অ্যাসাইনমেন্ট : অফিসের যেকোনো অ্যাসাইনমেন্ট তাৎক্ষণিকভাবে কাভার করতে হবে

শিক্ষাগত ও অন‍্যান‍্য যোগ্যতা : প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে সাংবাদিকতা বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রার্থী কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে পারবেন না

 

আগ্রহীদের সিভি বা ব্যক্তিগত তথ্যসহ (ছবি, ই-মেইল এবং ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি) যোগাযোগ করতে হবে।

আবেদনের সঙ্গে স্থানীয় ইস্যু ভিত্তিক একটি বিশেষ প্রতিবেদন ও তিন থেকে পাঁচ মিনিটের একটি ভিডিও প্রতিবেদন পাঠাতে হবে। ভিডিও প্রতিবেদনের বিষয় হিসেবে স্থানীয় ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, পর্যটন, শিল্প সংস্কৃতি, পরিবেশ-প্রতিবেশ সংকট প্রাধান্য দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রতিবেদন-যোগ্য অফেরতযোগ্য। এমনকি আলোকিত জনপদ সেগুলো নি:শর্ত ডিজিটাল মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

সিভি পাঠাবেন যেভাবে : আগ্রহীদের সিভি পাঠাতে হবে alokitojanapadbd@gmail.com এই ঠিকানায়। এছাড়াও ডাকযোগে আবেদনপত্র পাঠানো যাবে ক্যাম্প অফিস, হোল্ডিং নং : ৭৮/১ মিয়াজান রোড, ওয়ার্ড নং: ০৭ থানা: মুগদা, জেলা: ঢাকা

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense