রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

এনআইডির তথ্য ফাঁসের অভিযোগে জয়-পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

অনলাইন রিপোর্ট
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ Time View
ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্রের তথ্য ফাঁসের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুল থানায় এক ক্ষুব্ধ ব্যক্তি সাইবার নিরাপত্তা আইনের অধীনে এই মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে যে, সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ক্ষমতার অপব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জনগণের জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রি করেছেন।

এতে আরও দাবি করা হয়েছে যে, জাতীয় নিরাপত্তা এবং ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত না করে অভিযুক্তরা ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন। এই তথ্য দেশের পাশাপাশি বিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে। তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে এবং তথ্য বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগও মামলায় আনা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category