
দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ দল। উদ্বোধনী ম্যাচে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে স্কটল্যান্ডকে পরাজিত করে টাইগ্রেসরা। তবে পরবর্তী ম্যাচে ব্যাটারদের ব্যর্থতার কারণে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যায় তারা।
তবে ব্যক্তিগত নৈপুণ্যে বিশ্বমঞ্চে উজ্জ্বল হয়েছেন বাংলাদেশের দুই স্পিনার। আইসিসির প্রকাশিত বোলারদের হালনাগাদ র্যাঙ্কিংয়ে অগ্রগতি দেখিয়েছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন ও রাবেয়া খান।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ম্যাচে কৃপণ বোলিংয়ের পাশাপাশি দুটি উইকেট শিকার করেন রাবেয়া। ফলে তিনি বোলারদের তালিকায় এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন। রাবেয়া বর্তমানে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যিনি টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা ২৫-এ আছেন।
অন্যদিকে, ফাহিমা খাতুনও ভালো পারফর্ম করেছেন। বিশ্বকাপে দুই ম্যাচে ৩ উইকেট নেওয়ায় তিনি র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ অগ্রসর হয়ে বর্তমানে ৪৫তম স্থানে আছেন।
তবে অবনতি হয়েছে পেসার মারুফা আক্তার ও বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারের। দুজনই দুই ধাপ পিছিয়ে যথাক্রমে ২৭ এবং ৩১ নম্বরে অবস্থান করছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৪তম স্থানে আছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তার বাইরে বাংলাদেশের আর কোনো ব্যাটার সেরা ৫০-এ নেই।