রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

নির্বাচন কমিশনের ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে

অনলাইন রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ Time View

নির্বাচন কমিশন (ইসি) ১৬ জন বিভিন্ন শ্রেণির কর্মকর্তাকে বদলি করেছে। মঙ্গলবার (০৮ অক্টোবর) পৃথক প্রজ্ঞাপনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশাসন শাখার পরিচালক জিএম সাহাতাব উদ্দিনকে নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব পদে বদলি করা হয়েছে।

একই সঙ্গে, উপ-সচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলমকে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বদলির প্রজ্ঞাপন ও অফিস আদেশে স্বাক্ষর করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা শাখার সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

এছাড়া, ইসির সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেনকে আইন শাখার সিনিয়র সচিব এবং মো. শামসুল হক ফৌজদারকে সেবা শাখায় বদলি করা হয়েছে। সেবা শাখার সহকারী সচিব তারেক আজিজকে সচিবের একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আরও একটি প্রজ্ঞাপনে মাঠপর্যায়ের ১১ কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category