শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

সমন্বয়ক হাসনাত রাষ্ট্রপতির অপসারণের দাবি জানিয়েছেন

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৪২ Time View
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের দ্রুত অপসারণের দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে তিনি এই দাবির কথা উল্লেখ করেন।

ভিডিও দেখুন 

পোস্টে তিনি লিখেছেন, “আওয়ামী লীগের অপরাধের বিচার নিশ্চিত করা, নতুন সংবিধান প্রণয়ন, দুর্নীতিগ্রস্ত আমলাদের অপসারণ এবং শেখ হাসিনার শাসনামলে স্বাক্ষরিত সকল অবৈধ চুক্তি বাতিল করতে হবে। পাশাপাশি, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে।”

এর আগে, শনিবার (২৮ সেপ্টেম্বর) সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনার জন্য গণতদন্ত কমিশন গঠনের আহ্বান জানান হাসনাত। তিনি আরও উল্লেখ করেন যে, গত ১৬ বছর ধরে ছাত্রলীগের নৈরাজ্য ও হামলার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ও হল প্রশাসনকে মামলা দায়ের করতে হবে।

হাসনাত আরও বলেন, “গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের সমর্থিত ছাত্রলীগ দেশের শিক্ষাঙ্গনে ভীতি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিরোধী মতের শিক্ষার্থীদের ওপর তারা নগ্নভাবে হামলা ও নির্যাতন চালিয়েছে। ছাত্রদল, ছাত্রশিবির কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থীদের উপরও অমানবিক নির্যাতন করেছে তারা।”

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category