বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১১:৩১ অপরাহ্ন

বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৪ Time View
প্রতীকী ছবি

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে। আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম (GFS) নামক আবহাওয়া পূর্বাভাস মডেল বিশ্লেষণ করে তিনি এই পূর্বাভাস দিয়েছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) একটি ফেসবুক স্ট্যাটাসে তিনি জানান, অক্টোবর মাসের ১৫ থেকে ২৫ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা GFS মডেল দ্বারা নির্দেশিত হয়েছে।

মোস্তফা কামাল পলাশ উল্লেখ করেছেন, ২০২২ সালের অক্টোবর মাসে ‘সিত্রাং’ (২২-২৫ অক্টোবর) এবং ২০২৩ সালের অক্টোবর মাসে ‘হামুন’ (২১-২৫ অক্টোবর) নামে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল, যা বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলে আঘাত হেনেছিল।

তবে, এই ঘূর্ণিঝড় আসলেই তৈরি হবে কি না, তা নিশ্চিত হতে আগামী ৫ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বঙ্গোপসাগর এবং আরব সাগরের উপকূলীয় এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, যা বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতসহ এই অঞ্চলের ১৩টি দেশের উপকূলে আঘাত হানে। বঙ্গোপসাগরে সর্বশেষ সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘রেমাল’, যা ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হানে এবং ২৭ মে স্থলভাগ অতিক্রম করে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense