সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
উলভার্টের সেঞ্চুরি ম্লান করে বিশ্বচ্যাম্পিয়ন ভারতের দুর্দান্ত জয় দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশ দিয়েছেন সেলিমুজ্জামান ধানের চেয়ে খড়ের মূল্য এখন বেশি ইসির নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপিকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক স্থগিতের ঘোষণা ইন্দোনেশিয়ার মুসলিমদের জন্য এলো সুখবর দুদকের মামলা: সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা

নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ Time View

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে তিনি বিষয়টি উল্লেখ করেছেন।

পোস্টে আসিফ মাহমুদ জানিয়েছেন, “এখন আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।”

তিনি লিখেছেন, “বিশ্ববিদ্যালয় জীবনে প্রথম যে রাজনৈতিক উদ্যোগের সাথে যুক্ত হয়েছিলাম (ছাত্র অধিকার পরিষদ), পরে দলীয় লেজুড়বৃত্তিসহ আরও কিছু কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি থাকা অবস্থায় কমিটির সকল সদস্য গত বছরের মাঝামাঝি সময়ে পদত্যাগ করি।”

তিনি আরও যোগ করেন, “এসব বিষয় সামনে আনতে চাইনি, তবে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় বিষয়টি পরিষ্কার করার প্রয়োজন অনুভব করছি। এখন জাতীয় ঐক্য ধরে রেখে সংস্কার ও পুনর্গঠনই আমার অন্যতম লক্ষ্য।”

এর আগে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ‘লাল ফিতার’ দৌরাত্ম্য নিয়ে মন্তব্য করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার স্ট্যাটাসে জাতীয় ক্রীড়া পরিষদের বেশ কয়েকটি ফাইলের স্তূপের একটি ছবি শেয়ার করে লিখেছেন, “লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি।”

উল্লেখ্য, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে আসিফ মাহমুদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যাকাণ্ড ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের বিরুদ্ধে তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও যথেষ্ট সক্রিয় ছিল। তিনি ও তার সংগঠনের অন্যান্য সমন্বয়ক নাহিদ ইসলাম ও সারজিস আলম সারাদেশে অসহযোগ আন্দোলন ও লংমার্চ টু ঢাকা কর্মসূচি সফলভাবে আয়োজন করেন, যার ফলে স্বৈরাচারী সরকারের পতন ঘটে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category