বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন হত্যার দৃষ্টান্তমূলক বিচার হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৯ Time View

তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের আত্মত্যাগ দেশপ্রেমের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি বলেছেন, তানজিম ছারোয়ারের অকাল মৃত্যু শুধু সেনাবাহিনীর জন্য নয়, বরং দেশের জন্যও একটি অপূরণীয় ক্ষতি। এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার হবে বলে তিনি আশ্বাস দেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম তানজিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সময় আরও বলেন, দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষায় লেফটেন্যান্ট তানজিমের অবদান তরুণদের কাছে দেশপ্রেমের প্রতীক হয়ে থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে এই মেধাবী সেনা কর্মকর্তা তার জীবন উৎসর্গ করেছেন।

তানজিম ছারোয়ারের স্মৃতি ধরে রাখার জন্য তার জন্মস্থান টাঙ্গাইলে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং এর সাথে জড়িতদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডাকাতের হামলায় লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নিহত হন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense