রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অবৈধ বালু উত্তোলনে জড়িত ৩ জনকে কারাদণ্ড টানা বৃষ্টিতে মাদারীপুর শহর জলমগ্ন, দুর্ভোগে জনজীবন যশোরের শার্শায় গণধর্ষণ মামলায় ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক-১ নড়াইলে অনলাইন প্রতারণার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ভারতীয় যুবক প্রেমের টানে হারাগাছে পুলিশী হেফাজতে ফিরে গেলেন নিজ দেশে রাজৈরে ১৫০০ পিচ ইয়াবা সহ চার জনকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ সোশ্যাল মিডিয়ায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বহিষ্কার গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১ নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের “তাজিয়া মিছিল”

আঙ্গুল ফুলে কলাগাছ মালোর ছেলে কোটিপতি

সুমন বালা, কোটালীপাড়া ( গোপালগঞ্জ ) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৫ Time View

কথিত আছে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষে (রাজউক) চাকুরি মানেই ‘আলাদিনের চেরাগ’ হাতে পাওয়া। রাজউকে ছোট বড় কোন পদে চাকুরী পেলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। অল্প দিনেই হয়ে যায় কোটিপতি। বিত্ত বৈভবে ভরে ওঠে চারিদিক। রাজনৈতিক নেতা থেকে জনপ্রতিনিধি সকলের কাছে হয়ে ওঠেন তিনি সম্মানের পাত্র।

এমনই ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায়। ২০১৮সালে রাজনৈতিক প্রভাব ঘাটিয়ে রাজউকে ইমারত পরিদর্শক পদে চাকুরি পায় নির্মল মালো। মাত্র ৭বছরেই হয়ে যান শত কোটি টাকার মালিক। কোটালীপাড়া পৌরসভার বাগান উত্তরপাড়া গ্রামে ১০কাঠা জায়গার উপর নির্মাণ করে ডুপ্লেক্স বাড়ি।

এছাড়া পৌরসভার উত্তরপাড়ায় ২০ বিঘা জমির উপর পোল্ট্রি ফার্ম, কান্দি ইউনিয়নের আমবাড়িতে ৪০ বিঘা জমির মাছের ঘের, উজিরপুরের সাতলায় ৩৫ বিঘা জমির মাছের ঘেরসহ বিভিন্ন এলাকায় নামে বেনামে জমি ক্রয় করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
অপরদিকে রাজধানীর ঢাকার আফতাবনগরের ডি-বেøাকের ৫নম্বর রোডের লেক ভিউ কটেজে আধুনিক ফ্ল্যাট, কুড়িল বিশ^রোড়ে প্লট ও ওয়ারী এবং মগবাজারে ফ্ল্যাট রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।

নির্মল মালো রাজউক মহাখালী জোনে ইমারত পরিদর্শক পদে কর্মরত রয়েছেন। সে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাগান উত্তরপাড়া গ্রামের নিত্যগোপাল মালোর ছেলে। ছেলের চাকুরির আগে নিত্যগোপাল মালো ছিল একজন সামান্য মৎস্য ব্যবসায়ী। নির্মল মালো চাকুরি পাওয়ার পর তার অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বাড়তে থাকে এলাকায় প্রভাব প্রতিপত্তি। নিজের প্রভাব ঘাটিয়ে পিতা নিত্য মালোর জন্য ভাগিয়ে নেন উপজেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদকের পদ। রাজনৈতিক এই পদ ব্যবহার করে পিতা পুত্র হয়ে উঠেন অঢেল সম্পদের মালিক।

নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন এলাকাবাসী বলেন, সামান্য দশম গ্রেডে চাকুরি করে নির্মল মালোর ঢাকায় রয়েছে দামি প্রাইভেটকার, নিজে ৩টি দামি মোটরসাইকেল ব্যবহার করেন। কোটালীপাড়ায় রয়েছে ক্যাফে জয় বাংলা নামে ব্যবসা প্রতিষ্ঠান। মাত্র ৭বছর চাকুরি করে সে কিভাবে এতো সম্পদের মালিক হলো?। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে নির্মল মালোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে নির্মল মালোর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঢাকায় আমার নিজের নামে কোন ফ্ল্যাট বা প্লট নেই। আমার স্ত্রী উর্মি সাহার নামে যে ফ্ল্যাটটি আছে তাহা আমার শ^শুর কিনে দিয়েছে। কিছু মানুষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

নিত্যগোপাল মালো বলেন, আমার পুত্রবধু উর্মি সাহা (মালো) এক সময় আড়ং এ চাকুরি করতো। তার সেই চাকুরির টাকা দিয়ে ঢাকায় ফ্ল্যাট কিনেছে। এছাড়া আমার জানা মতে আমার ছেলে নির্মল বা তার স্ত্রীর নামে ঢাকায় কোন ফ্ল্যাট বা প্লট নেই। আমি কোটালীপাড়ায় যে মাছের ঘেরগুলো করি তাহা অধিকাংশই বিভিন্ন মানুষের কাছ থেকে লিজ নেওয়া।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense