বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

ভারতকে হারানোর জন্য টাইগারদের যেসব রেকর্ড ভাঙতে হবে

স্পোর্টস ডেস্ক, অনলাইন রিপোর্ট
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০২ Time View
8

ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে বাংলাদেশ পেয়েছে পাহাড় সমান ৫১৫ রানের লক্ষ্য। এই রান তাড়াতে বাংলাদেশের হাতে রয়েছে ১০ উইকেট এবং আড়াই দিন সময়। যদিও সময় আছে, বাংলাদেশকে জিততে হলে টেস্ট ক্রিকেটের ইতিহাসে থাকা সব পুরোনো রেকর্ড ভেঙে ফেলতে হবে।

কারণ, চতুর্থ ইনিংসে ৫১৫ রান তাড়া করা প্রায় অসম্ভব। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৪ রান করে ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে, যা বাংলাদেশকে অর্জন করতে হবে আরও ১০০ রান বেশি।

২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ৪১৮ রানের লক্ষ্য পেয়েছিল। তারা ৩ উইকেটের জয় পেয়েছিল, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় লাভের রেকর্ড। ওই ম্যাচে শিবনারায়ণ চন্দরপাল ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরা হন।

ভারতকে হারাতে হলে যেসব রেকর্ড ভাঙতে হবে টাইগারদের

দ্বিতীয় জয়টি দক্ষিণ আফ্রিকার। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে ৪১৪ রানের লক্ষ্য পেয়েছিল প্রোটিয়ারা এবং ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। ওই ম্যাচে ডি ভিলিয়ার্স ১০৬ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এই দুটি ম্যাচের আগে প্রথম স্থানে ছিল ১৯৭৬ সালের ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, যেখানে ভারত ৪০৩ রানের লক্ষ্য পেয়েছিল। ভারত ৬ উইকেটে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে।

সেই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন সুনীল গাভাস্কার (১০২) এবং গুন্ডাপ্পা বিশ্বনাথ (১১২)। বর্তমানে এটি তৃতীয় স্থানে রয়েছে।

ভারতকে হারাতে হলে যেসব রেকর্ড ভাঙতে হবে টাইগারদের

 

১৯৪৮ সালে লীডসে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে ৪০৪ রানের লক্ষ্য দেয়। কিন্তু অস্ট্রেলিয়া ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে কিংবদন্তি আর্থার মরিস ১৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। আর তিনে ব্যাট করতে নেমে ডোনাল ব্র্যাডম্যান ১৭৩ রানে অপরাজিত থেকে দলকে জয়ী করেন। তাদের এই জয় ইতিহাসে চতুর্থ স্থানে রয়েছে।

ভারতকে হারাতে হলে যেসব রেকর্ড ভাঙতে হবে টাইগারদের

 

বাংলাদেশ সর্বোচ্চ রান তাড়া করে জয় পাওয়ার নজির স্থাপন করেছে পঞ্চম টেস্ট ম্যাচের ইতিহাসে। ২০২১ সালে চট্টগ্রাম টেস্টে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েছিল। তবে সফরকারীরা ৩ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়।

এই জয়ের মূল কারিগর ছিলেন কাইল মায়ার্স, যিনি অপরাজিত ২১০ রানের ইনিংস খেলে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এখন, চেন্নাই টেস্টে ভারতকে পরাজিত করতে হলে বাংলাদেশি ব্যাটারদের কিছু ভিন্ন কৌশল গ্রহণ করতে হবে। শেষ পর্যন্ত শান্ত বাহিনী কতদূর এগোতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

অন্যদিকে, তিনে ব্যাট করতে নেমে ১৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে ডোনাল ব্র্যাডম্যান তার দলকে জয় এনে দেন। তাদের এই জয় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category