বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
“সহকর্মীর সঙ্গে প্রেমে জড়ানোর আগে ভাবুন—এই ৫টি দিক” ১০০ টাকার প্রাইজবন্ডের ‘ড্র’ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার জাপানে ভয়াবহ সুনামির তাণ্ডব, সামনে আরও শক্তিশালী জলোচ্ছ্বাসের আশঙ্কা বাঁচতে চাইলে এখনই রাশিয়ার উপকূল ছেড়ে সরে যাওয়ার আহ্বান কনসার্টের অনুদানে ৭০ প্রতিষ্ঠানের কাছে সাবেক সমন্বয়কের আবেদন বছরের প্রথম ছয় মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছেন ৯ হাজার ৭৩৫ জন শর্তসাপেক্ষে সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য পুলিশ বাহিনীতে ১১ কর্মকর্তার রদবদল বিসিসিআই অফিস থেকে ৮ লাখ টাকার জার্সি চুরি, নিরাপত্তারক্ষী গ্রেপ্তার ডাকসু নির্বাচন: প্রার্থী ও ভোটারদের জন্য করণীয় এবং নিষেধাজ্ঞা

ইয়াবাসহ প্রেমিক-প্রেমিকা আটক।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৯২ Time View
জালাল উদ্দিন:কক্সবজার জেলা প্রতিনিধি: কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। ফেরার পথে কৌশলে বালিশ ও তোষকের ভেতরে করে ইয়াবা নিয়ে আসছিল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পটিয়া থানার নতুন বাইপাস সড়কে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো মতে বালিশ ও তোষক থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটক যুগলদ্বয় হল- চাঁদপুর জেলার চাঁদপুর থানার নিজ গাছতলা গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে সুমা আকতার (২০) ও বরগুনা জেলার বেতাগী থানার মদ্দন গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন সজীব (২১)।
র‌্যাব-৭ এর সহকারি পরিচালক ও সিনিয়র এএসপি (মিডিয়া) মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুমা ও সজীবকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা তোষক, বালিশ ও ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচারের করে আসছিল।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense