শৈলকুপা উপজেলার প্রবেশ-দ্বার রাস্তার বেহাল দশা।
Reporter Name
-
Update Time :
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
-
৩১৯
Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঝিনাইদহ সদর থেকে শৈলকুপা উপজেলার একমাত্র প্রবেশ- দ্বার রাস্তা গাড়াগঞ্জ -কবিরপুর আঞ্চলিক মহাসড়ক। বর্তমানে এই গাড়াগঞ্জ – কবিরপুর দীর্ঘ ৭ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কটি ভেঙ্গে চুরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে ছোট -বড় প্রায় ২০ হাজার গাড়ি চলাচল করে। তবে রাস্তা ভেঙ্গে ছোটখাটো খানাখন্দের কারণে রাস্তায় চলাচল করা যানবাহন গুলো প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে, এতে করে যানবাহন ও জনসাধারনের চলাচল দূর্বিসহ হয়ে পড়ছে । বিশেষ করে মোটরসাইকেল, মাহিন্দ্র,অটো রিকশা, ইজিবাইক বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে। এছাড়াও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স থেকে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ জেলা সদরে রেফার্ড করা হলে তা যাতায়াতে ব্যাহত হচ্ছে। যার ফলে অনেক রোগী রাস্তার মধ্যে মৃত্যু বরণ করছে। এলাকাবাসি ও পরিবহন শ্রমিকেরা আমাদের মাধ্যমে প্রশাসনের কাছে ও সরকার প্রধানের কাছে আকুল আবেদন জানিয়েছে অতি দ্রুত এই রাস্তাটুকু সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলার জন্য।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
More News Of This Category
Leave a Reply