রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সবজির দামে স্বস্তি, চড়া ডিম মুরগির বাজার বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল, জানালেন সাবেক সেনাপ্রধান মইন জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা ৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে রংপুরে শহীদি মার্চ পালন ডিএমপির ১১ উপপুলিশ কমিশনারকে বদলি সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস যে কারণে আরএকে সিরামিকের ত্রাণের ১০ লাখ টাকা ফিরিয়ে দিল বিএনপি

পেকুয়ায় দূর্বৃত্তের হামলায় লবন চাষি আহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ১৪০ Time View

পেকুয়া প্রতিনিধি কক্সবাজারেরঃ পেকুয়ায় একদল দূর্বৃত্তের হামলায় মনিরুজ্জামান (৫২) নামের এক লবন চাষি আহত হয়েছে। সোমবার (৯নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মনিরুজ্জামান একই এলাকার আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে। তথ্য সংগ্রহে জানা যায়, মনিরুজ্জামান ঘটনার দিন দুপুরে আবছার নামের এক ব্যাক্তির কাছ থেকে কিছু পাওনা টাকা আনতে যায়। ফেরার পথে দূর্বৃত্তরা মনিরুজ্জামানকে মারধর করে নগদ ৮ হাজার টাকাসহ একটি মাবাইল ফোন ছিনতাই করে পালিয়ে গেছে এমন অভিযোগ উঠেছে। মনিরুজ্জামানকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। আহত মনিরুজ্জামান বলেন, একই এলাকা আবছার নামের এক ব্যাক্তির কাছ থেকে কিছু পাওনা টাকা আনতে গিয়েছিলাম। আনছারুল ইসলাম টিপু আমাকে দেখতে পায়। এরপর সে তাঁর লোকজনদের খবর দিয়ে আমাকে হামলার হুকুম দেয়। আবছারের কাছ থেকে ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা টিপু বাহিনীর লোকজন আমার উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। আনছারুল ইসলাম টিপুর নেতৃত্বে গোলাম নবীর ছেলে বদিউল আলম ও শফিআলম, রহমত উল্লাহর ছেলে আজিজুল হক (প্রকাশ আজু মেম্বার) ও তাঁর ভাই জয়নালসহ ১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী আমার উপর এ হামলা চালায় । মারধর করে মোবাইল ও নগদ আট হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। আনছারুল ইসলাম ইয়াবা সম্রাট নামে পরিচিত প্রকাশ টিপু একজন ইয়াবা ও অস্ত্র ব্যবসায়ী। এলাকার যুবসমাজকে মাদক ও ইয়াবা ব্যবসার মাধ্যমে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। টিপুর অত্যাচার ও ইয়াবা ব্যবসার বিরুদ্ধে আমি চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলাম। তার অযুহাত আমার ছোট ভাইকে গালমন্দ করে। আমি এর প্রতিবাদ করলে আমাকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এব্যপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ ছৈয়দ নুর বলেন, আহতের পরিবারের লোকজন বিষয়টি আমোকে অবগত করেছে। আহতেকে দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছি। লবন চাষীর উপর হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, ঘটনার বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category