শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

মাদারীপুরে আইসক্রিমের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশু ধর্ষন।ধর্ষক আটক

মাদারীপুর প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৯ Time View

মাদারীপুর সদর উপজেলার রাস্তি ৭ নং ওয়ার্ডের মোকসেদ বেপারীর ছেলে রবিউল ইসলাম রোবু বেপারী(৪৫) কে প্রতিবেশী ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষনের দায়ে আটক করেছেন সদর থানা পুলিশ।

ঘটনার বিষয়ে পুলিশ ও ভুক্তভোগী পরিবারের থেকে জানা যায়,
শুক্রবার মাদারীপুর সদর উপজেলার রাস্তি ৭ নং এলাকার রোবু বেপারী(৪৫) পিতা মোকসেদ ব্যাপারী প্রতিবেশী ৫ বছরের এক শিশু কন্যাকে আইসক্রিম খাওয়ার প্রলোভন দেখিয়ে স্হানীয় নদীর পারে একটি ঝোপে নিয়ে ধর্ষণ করেন।ঘটনার পরে শিশুটি নিজ বাড়িতে এলে পরিবার তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পরেন।একপর্যায়ে জিজ্ঞেস করলে পরিবার কে ধর্ষক রবু বেপারীর বিষয়টি খুলে বলেন ভুক্তভোগী শিশু।

পরে,ভুক্তভোগীর পরিবার সদর থানায় বিষয়টি অবহিত করেন ও অসুস্হ শিশুকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করেন।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসার জন্য তাকে ভর্তি রাখা হয়েছে।

এবিষয়ে জানতে চাইলে সদর থানা ইনচার্জ সালাউদ্দিন আহমেদ জানান,শিশু ধর্ষনে অভিযুক্ত রবু বেপারী কে আটক করা হয়েছে।এবিষয়ে মামলা প্রকৃয়াধীন রয়েছে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense