সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
বিশেষ প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে নেওয়া হলো ১৫ সেনা কর্মকর্তাকে রাজৈরে শহীদ মিনার ভাঙচুর করে ঘর তোলার চেষ্টা, এলাকায় উত্তেজনা সুদে কারবারীদের ফাঁদে এক নিরীহ পরিবার সুবর্ণচরে জমি দখল ঠেকাতে স্থানীয়দের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নড়াইলে ডিবির দুই পৃথক অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার মাদারীপুরে আলোচিত মাদ্রাসা ছাত্রী দীপ্তি হত্যা মামলায় আসামির ফাঁসির আদেশ মুকসুদপুরে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে ভয়াবহ আগুন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বেরোবিতে মশাল মিছিল অনুষ্ঠিত পথসভায় লোক ভাড়া করে এনে টাকা না দেয়ার অভিযোগে হট্টগোল

নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে গোপালগঞ্জ মুক্ত দিবস পালিত

কে এম সাইফুল রহমান ,গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৭ Time View

৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে গোপালগঞ্জ পাকহানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়। এরপর থেকেই দিবসটি তাৎপর্যের সাথে পালিত হয়ে আসছে।

গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টায় মহান স্বাধীনতার স্থপতি, বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন গোপালগঞ্জ জেলা বীর মুক্তিযোদ্ধাগণ।

শ্রদ্ধা নিবেদনের পর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অডিটোরিয়ামে গোপালগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ ইউনিটের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন।

মুক্তিযোদ্ধা সংসদ, গোপালগঞ্জ জেলা ইউনিটের সাবেক কমান্ডার এম বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু।

বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, বেগম রোকেয়া শিরিন। এসময় বীর মুক্তিযোদ্ধা সাখায়েত হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা কবির হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, মাহাবুব কাজী, নাজির শেখ, নিরদ ঠাকুর, আবুল বশার খান, হাবিবুল সিকদার সহ প্রায় দুই শতাধিক মুক্তিযোদ্ধারা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category