বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

সুস্থতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক মেয়র নাছির

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩১২ Time View

মোঃ আল আমিন চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই চট্টগ্রামবাসীর সেবায় প্রতিটা দিন ব্যস্ত সময় কেটেছিলো সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের। করোনাযোদ্ধা হিসেবে নিজের সবটুকু দিয়ে নগরবাসীর সেবায় কাজ করে গেছেন দিন-রাত। এবার সেই করোনাযোদ্ধা নিজেই করোনার কবলে। তাই সুস্থতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তাকে হাসপাতালে দেখতে ভীড় না করার অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজ হতে স্ট্যাটাস দিয়ে তিনি এ অনুরোধ করেন। আ জ ম নাছির উদ্দিন লিখেছেন, ‘প্রিয় চট্টগ্রামবাসী আসসালামু আলাইকুম। ঢাকা থেকে চট্টগ্রাম ফিরে আসার পর থেকে কয়েকদিন যাবৎ আমি শরীরে হালকা জ্বর অনুভব করি এবং বাসায় থেকে চিকিৎসা নিলেও আজ চিকিৎসকের পরামর্শে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হই, সন্ধ্যায় করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।’ তিনি লিখেন, ‘আমি এখন শারিরীক ও মানসিক ভাবে ভালো আছি। আপনার সবাই স্ব স্ব অবস্থানে থেকে আমার সুস্থতার জন্যে দোয়া করবেন এবং এই পরিস্থিতিতে হাসপাতালে ভীড় না করার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি।’ এছাড়া সকলকে নিয়মিত মাস্ক ব্যবহার করতে এবং স্বাস্থ্যবীধি মেনে চলতে পরামর্শ দেন। এর আগে সকালে জ্বর-স্বর্দিসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নগরের পাঁচলাইশের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি হন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। নমুনা প্রদানের পর সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তাঁর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category
Adsense