বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

আন্তর্জাতিক সম্মাননা ও ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন আব্দুল কারিম‌‌

মোঃ আসাদুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ৩২৮ Time View
11

সম্মানী প্রশংসিত অ্যাওয়ার্ড বাংলাদেশ মার্শাল আর্ট স্পোর্টস স্কুল স্বল্প সময়ের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মার্শাল আর্টের উন্নয়ন কার্যক্রম একসাথে কাজ করে যাচ্ছে যা বাংলাদেশ মার্শাল আর্ট স্পোর্টস স্কুল।

মার্শাল আর্টের উন্নয়নের অগ্রযাত্রা করেছে এইজন্যই বাংলাদেশের মার্শাল আর্ট স্পোর্টস স্কুলের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক ও সাধারণ সম্পাদক আব্দুল কারিমকে আন্তর্জাতিক সম্মাননা ও ওয়াল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়।

গত ২২শে মে ২০২২ ইং তারিখে ওয়ার্ল্ড মার্শাল আর্ট স্পেশাল কাউন্সিল অব ইউনাইটেড স্টেট অব আমেরিকা কলকাতা শহরের রাজ্য ভবনের সামনে অবস্থিত কলকাতা রেঞ্জার্স ক্লাব বেনকুইড এ অনুষ্ঠান পরিচালিত আন্তর্জাতিক মার্শাল আর্ট অঙ্গনে বিশ্ব ক্রিয়া তারকা পদক এর কারাতে এ বিভাগে মনোনিত উক্ত পদক প্রাপ্ত হয়েছে।

ও আন্তর্জাতিক সম্মাননা ও ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। আব্দুল কারিম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আরামবাগ ১৪ নম্বর ওয়ার্ডের গোলাম কাবির এর ছেলে একজন সাধারণ ছেলে এবং এক সময়ের সাধারণ একজন কারাতে খেলোয়াড় ছিলেন। যার স্বপ্ন ছিল খেলাতে অঙ্গনে কিছু একটা করে দেখার।

কারন সে ছিল মার্শাল আর্টের একটি বহুল আলোচিত প্রশিক্ষনকৃত পাট কারাতে খুব ভালোবাসতেন।এ কথাটি কিছু বছর পূর্বেই একেবারেই থেমে গিয়েছিল এক প্রশিক্ষণের ভুল সিদ্ধান্তের কারণে কিন্তু তার মনের জোর থাকায় অপর এক তারকা কারাতে প্রশিক্ষণ এর উৎসাহে ও সঠিক সিদ্ধান্তের কারণে আজ সেই সাধারণ আব্দুল কারিম যে কিনা একজন সাধারণ কারাতের প্রশিক্ষণার্থী ছিল।

আর কেরাতে অঙ্গনে কিছু করে দেখানোর ইচ্ছে এবং সৎ সাহস ছিল। বলেই সে আজ সে একজন আদর্শ সফল কারাতে খেলোয়ার প্রশিক্ষক ও সংগঠন। সেই সাথে আব্দুল কারিম জানান আল্লাহর রহমতে ও সবার দোয়ায় এবং আমার প্রিয় শ্রদ্ধেয় জাতীয় ও আন্তর্জাতিক কারাতে তারকা সিহান এইচএমএনসি রানার সার্বিক নির্দেশনায় ২০২২ইং তারিখে আন্তর্জাতিক মার্শাল আর্ট অঙ্গনে বিশ্ব ক্রিয়া পদক এর কারাতে এ বিভাগে মনোনীত হওয়ার পাশাপাশি উক্ত পদক প্রাপ্ত হয়েছি এই পদক প্রার্থী ঘোষণার পর আমি সত্যি কি পরিমাপ আনন্দিত হয়েছি তা বলে বুঝানোর ভাষা আমার নেই আমি গর্বিত আমার দেশের নাম বিশ্বের মধ্যে তুলে ধরতে পেরেছি আমি আরও গর্বিত আমার জেলা চাঁপাইনবাবগঞ্জ প্রথমবারের মত বিশ্ব মানের ক্রীয়া তারকা পদক নিয়ে আসতে পেরেছি বলে কারন আমার প্রাপ্তি চাঁপাইনবাবগঞ্জ জেলার ইতিহাসের পাতায় সম্মানের খেতাব কে আরও বাড়াবে‌।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category