বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
“আমন ধান সংগ্রহ অভিযান নির্বিঘ্ন রাখতে কর্মকর্তাদের বদলি স্থগিত” সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল রাতে মাঠে মুখোমুখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ দেখবেন যেভাবে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন কে, আর জিতলে প্রধানমন্ত্রী হবেন কে? মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে

ভোলার ইলিশা ঘাটে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সিসি ক্যামেরা চালু

 সিমা বেগম (ভোলা প্রতিনিধি)
  • Update Time : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৩৬ Time View
17

ভোলার ইলিশা ফেরি ও ইলিশা লঞ্চঘাটে বসানো হয়েছে অত্যাধুনিক ক্লোজড সার্কিট ক্যামেরা। কঠোর নজরদারি ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ৯ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ।

এতে যাত্রীদের নিরাপত্তার পাশাপাশি কমবে অপরাধ এবং অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে জানায় পুলিশ। ইলিশা ফেরি ও লঞ্চঘাটের প্রবেশমুখে অত্যাধুনিক এ সিসি ক্যামেরা বসানো হয়েছে।

পাঁচ মেগাপিক্সেল প্রতিটি ক্যামেরার সঙ্গে রয়েছে মেমোরি কার্ড। যাত্রীরা মনে করেন এটি অপরাধ দমন ও অপরাধী শনাক্তে কার্যকরী ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সিসিটিভি ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন যাত্রীরা।

দুর্ঘটনা ও অপরাধমূলক ঘটনা ঘটলে দ্রুত পুলিশের কাছে তথ্য পৌঁছে যাবে। এতে কমবে অপরাধের মাত্রা এমনটাই প্রত্যাশা ভোলার পুলিশ সুপার সাইফুল ইসলামের। পুলিশ সুপার সাইফুল ইসলাম (বিপিএম পিপিএম) জানান, ইলিশা ফেরি ও লঞ্চঘাটটি অনেক গুরুত্বপূর্ণ।

প্রতিদিন হাজার হাজার যাত্রী এ ঘাট দিয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করে। গুরুত্বপূর্ণ এ ঘাটটিতে দুর্ঘটনা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঘটার শঙ্কা রয়েছে।

তাই এই ঘাটটিতে অত্যাধুনিক ৯ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আরও ৩ টি বসানোর কার্যক্রম চলছে। পুলিশ সুপার আরও জানান, এছাড়াও জেলার ভেদুরিয়া ফেরি ও লঞ্চঘাটসহ প্রত্যেক উপজেলার লঞ্চঘাট ও গুরুত্বপূর্ণ জায়গাগুলো পর্যাক্রমে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। এবং এসব ক্যামেরা জেলা পুলিশ মনিটরিং করবে বলেও জানান।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category