মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মেহেরপুর-২ আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ “চক্রান্ত ও ষড়যন্ত্র করেও বিএনপির অস্তিত্ব মুছে ফেলা যায়নি” মাজার জিয়ারত দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন ইলিয়াসপত্নী লুনা মিশরের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন মির্জা ফখরুল নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার সময় যে ৫টি সাধারণ ভুল মানুষ প্রায়ই করে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার পরিত্যক্ত নৌঘাঁটি পুনরায় সংস্কারের কাজ করছে সাগর জাহানের নতুন মেগা সিরিয়াল ‘বিদেশ ফেরত’ ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী ‘মায়ের ডাক’ তুলি হয়ে উঠলেন জোটের সহযোগীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্দ করল বিএনপি গোপালগঞ্জের তিন আসনে বিএনপির প্রার্থী তালিকা

লক্ষ্মীপুরের জমি সংক্রান্ত জের ধরে তরুণ সংবাদকর্মীকে পিটিয়ে আহত

সোহেল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৩ মার্চ, ২০২২
  • ৩৪২ Time View
4

লক্ষ্মীপুর রায়পুর উপজেলার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তরুণ সংবাদকর্মী ফরহাদ হোসেন ও তার বাবা-মা, ভাইবোনসহ ৬ছয় জনকে পিটিয়ে আহত করা হয়েছে।

মঙ্গলবার ২২/০৩/২২ইং দুপুরে ৭নং বামনী ইউনিয়নের মধ্য সাগরদি গ্রামে মাঝি বাড়িতে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা চালায়। আহত অন্যরা হলেন ফরহাদের বাবা নুরনবী, মা খাদিজা আক্তার, ছোট ভাই মাহি, ছোট বোন ফারহানা আক্তার, রিমা ও তাহিমা আক্তার বিনা।

তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরহাদ লক্ষ্মীপুরের অনলাইন নিউজ পোর্টাল শীর্ষসংবাদের প্রতিনিধি ও রাইজিংবিডির সাবেক জেলা প্রতিনিধি। ফরহাদ জানান, বাড়িতের তাদের পুরাতন টিনশেড ঘর ছিল।

ঘরটি ভেঙে তারা নতুন করে পাকা ভবনের উদ্যোগ নেয়। কাজ শুরু হলে প্রতিবেশি শাহ আলম ও কালু নিজেদের জমি বলে এতে বাধা দেয়। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসি বৈঠক হয়। মঙ্গলবার দুপুরেও সালিসি বৈঠক চলছিল।

এরআগেই শাহ আলম ও কালু পরিকল্পিতভাবে ভাড়াটে লোকজন বাড়িতে নিয়ে আসে। সালিসি বৈঠক শেষ হওয়ার পর তাদের ভাড়াটে লোকজন তার (ফরহাদ) ওপর হামলা করে।

এই সময় তাকে বাঁচাতে এলে তার (ফরহাদ) বাবা-মা, ভাইবোনদের লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে শাহ আলম ও কালুর ভাড়াটে লোকজন। এই দিকে ঘটনার পর থেকে পরিবারসহ শাহ আলম ও কালু পালিয়ে যায়।

এতে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category