শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সাভারে এসি বিস্ফোরনে ৭ জন দগ্ধ সাদিপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র/ছাত্রীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত পলাশ উপজেলা প্রেসক্লাবে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুর ঝাউদিতে ১৫টি বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ মাদারীপুরের কালকিনিতে জমি নিয়ে বিরোধেরে জেরে অস্ত্রের মহড়া, ককটেল বিস্ফোরণ রাজারহাটে তিস্তার নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু নড়াইলে পুলিশের অভিযানে ০১ বছর ০২ মাস সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ০১ কল রিসিভ করলেই তথ্য হ্যাক, বিষয়টি সঠিক নয় ইসরায়েল থেকে ঢাকায় ফ্লাইট নামা রহস্যজনক : রিজভী

পাকেরহাট ইনফিনিটি ক্লিনিকে সিজারের পর প্রসূতির মৃত্যু, কর্তৃপক্ষের দাবি জ্বীনের দোষ

চৌধুরী নুপুর নাহার তাজ, দিনাজপুর জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২২ জানুয়ারী, ২০২২
  • ১০৯ Time View

দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট ইনফিনিটি ক্লিনিক ও কনসালন্টেশন সেন্টারে কর্তৃপক্ষের গাফিলতিতে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। ক্লিনিকে রোগীর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসক না থাকায় সঠিক চিকিৎসাসেবা দিতে পারেনি কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের দাবি ক্লিনিকে দোষ-দোষী থাকায় এ ধরনের ঘটনা ঘটে। ঘটনাটি ধামাচাপা দিতে প্রসূতির পরিবারের সাথে ক্লিনিক কর্তৃপক্ষ মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হলে বিষয়টি জানাজানি হয়।

খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ জানুয়ারী শনিবার উপজেলার গোয়ালডিহি গ্রামের ভাদুশাহ্পাড়ার নুরজামাল ইসলাম লালুর স্ত্রী রফিকা আক্তার (২০) এর প্রসববেদনা শুরু হলে প্রথমে গোয়ালডিহি পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়ে যায়। পরে ঐ কেন্দ্রের কর্মরত তাহেরী আক্তার প্রসূতির সমস্যা গুরুতর বলে ইনফিনিটি ক্লিনিকে ভর্তির পরামর্শ দেন ও ভর্তি করান। ক্লিনিকে ভর্তির পর কর্মরত নার্সরা বিকেল থেকে চিকিৎসা দেওয়ার পরে রাতে চিকিৎসকের দেখা মেলে। পরবর্তীতে মধ্যরাতে ডাঃ জেড রহমান সুমন নিজেই সার্জন ও এনেস্থিসিয়া হিসেবে ও তার ড্রাইভার রাজকুমারকে সহকারী হিসেবে সাথে নিয়ে প্রসূতির সিজার করে চলে যান। এরপর প্রসূতির বিভিন্ন শারীরিক সমস্যা ও রক্তক্ষরণ শুরু হলে চিকিৎসকের অনুপস্থিতিতে প্রসূতিকে নার্স ও ক্লিনিক কর্তৃপক্ষ চিকিৎসা প্রদান করেন। এরপরও প্রসূতির অবস্থা সংকটাপন্ন হলে
রাত ৪টার দিকে ক্লিনিক কর্তৃপক্ষ তড়িঘড়ি করে ছাড়পত্র ও পরীক্ষা-নিরীক্ষার কাগজ না দিয়েই মাইক্রো ম্যানেজ করে দিয়ে দিনাজপুর এম.আঃ রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সদ্য প্রসবকারী ছেলে সন্তানকে রেখে প্রসূতির মৃত্যু হয়। এর আগেও ভুল চিকিৎসার ফলে কয়েকজনের মৃত্যু ও ভোগান্তির কথা জানান ভুক্তভোগী পরিবার।

প্রসূতির স্বামী নুরজামান ইসলাম লালু বলেন, সিজারের পূর্বে ক্লিনিক কর্তৃপক্ষ কোন সমস্যার কথা না বললেও সিজারের পর রোগীর অবস্থা সংকটাপন্ন হলে বিভিন্ন অযুহাত দেখিয়ে দিনাজপুরে পাঠান। সেখানকার চিকিৎসকরা ক্লিনিকে সঠিক চিকিৎসা হয় নি বলে জানান।

অপারেশনকারী সার্জন ডাঃ জেড রহমান সুমন ও তার সহকারীর মুঠোফোন ও ক্ষুদে বার্তায় একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি।

ক্লিনিক পরিচালক ইমতিয়াজ হোসেন জানান, ঘটনাটি তেমন গুরুতর নয়৷ প্রসূতির আগে থেকেই নানা সমস্যা ছিল। তবে ক্লিনিকে জীন-ভূতের আছর থাকায় প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে।

পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে ৪টি ক্লিনিক। যাদের বৈধ কোন কাগজ পত্র নেই। নেই নিজস্ব কোন ডাক্তার। প্রশাসনের নেই কোন নজরদারী। মানুষের জীবন নিয়ে চলছে কসাই খানার রমরমা ব্যবসা।

অপরদিকে মমতাজ (প্রাঃ) ক্লিনিক এন্ড কনসালটেন্ট সেন্টারে নবজাতকের মৃত্যু হয়। মৃত নবজাতকের বাবা আনারুল এর সাথে কথা বললে তিনি জানান, তার ছেলের মৃত্যু মমতাজ ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতির কারনে হয়েছে। তিনি আরো বলেন, শিশুটি অবস্থা যখন আশংকা জনক তখন তারা তকে উন্নত চিকিৎসার জন্যে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পথেই আমার শিশুটি মারা যান।

পাকেরহাটে গড়ে উঠা ৪ টি ক্লিনিকের মধ্যে লাইফ কেয়ার ক্লিনিক এন্ড কনসালটেন্ট সেন্টার, ইনফিনিটি ক্লিনিক ও কনসালন্টেশন, গুড লাইফ ক্লিনিক এন্ড গায়াগনষ্টিক সেন্টার ও মমতাজ (প্রাঃ) ক্লিনিক এন্ড কনসালটেন্ট সেন্টার নামের ক্লিনিক। যাদের ক্লিনিক চালানোর মত নিজস্ব ডাক্তার বা বৈধ্য কোন কাগজপত্র নেই। কি ভাবে হাতুরে ডাক্তার বা ভাড়াটিয়া ডাক্তার দিয়ে তারা এই ক্লিনিকগুলি পরিচালনা করছে তা জনগনের মুখে মুখে নানা প্রশ্ন।

উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, এধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়।
পাকেরহাট ইনফিনিটি ক্লিনিকসহ অনিবন্ধিত এসব ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে। তবে চিকিৎসা বিজ্ঞানে জ্বীন-ভূতের আছর সম্পূর্ণ ভিত্তিহীন ও কুসংস্কার।

এবিষয়ে খানসামা উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার এর সাথে কথা বললে তিনি জানান, আমার জানা ছিলোনা যে এখানে এতোগুলো অবৈধ ক্লিনিক আছে। আমি জরুরী ভিত্তিতে প্রশাসনিক ব্যাবস্থা গ্রহন করবো।

আলোকিত জনপদ .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category