বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

পাবনায় টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংষর্ষে নিহত ১, আহত ১০

পাবনা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
  • ২৮৮ Time View

বিদেশে লোক পাঠানোর টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলার চর সাফুল্লা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে তোতা ব্যাপারী (৬০) নামের একজন নিহত হয়েছেন।

এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়।শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত তোতা ওই গ্রামের মৃত আহেজ ব্যাপারীর ছেলে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে আব্দুল আজিজ, রুশনাই খাতুন, জিয়া ব্যাপারী, বছির উদ্দিন, মজিবর রহমান, আরিফ হোসেন, রমজান আলীর নাম জানা গেছে।বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রায় ১৮ মাস আগে চর সাফুল্লা গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে নিহত তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। সেখানে কয়েক মাস থাকার পরে শফিকুল সেখানে থেকে গেলেও আখের আলী থাকতে না পেরে দেশে ফিরে আসেন। দেশে এসে আখের আলী শফিকুলের পরিবারের কাছে তাকে বিদেশে পাঠানোর টাকা ফেরত চান। এ নিয়ে র্দীঘদিন ধরেই উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে উভয় পরিবারের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায় সংঘর্ষ বেধেঁ যায়। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তোতা মিয়াকে ডাক্তার মৃত ঘোষনা করে চিকিৎসক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওসি জানান, মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense