মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১২:২২ অপরাহ্ন

গোপালগঞ্জে ১০ হাজার তালের বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন

গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১
  • ৩৩৯ Time View

প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতের হাত থেকে রক্ষা এবং পরিবেশের ভারসাম্যঠিক রাখতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১০ হাজার তালের বীজ রোপন করা হয়েছে।আজ মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন টিম লাইফ সাপোর্ট এর উদ্যোগে এ তালের বীজ রোপন করা হয়।

‘বেশি করে তাল গাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই’ এই স্লোগান নিয়ে এ তাল বীজ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ।এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিটুল রায়, কলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাইকেল ওঝা, উপ-সহকারী উদ্ভিদ সরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুধাংশু হালদার, টিম লাইফ সাপোর্টের পরিচালক সুশান্ত মন্ডল, টিম লিডার সজিব শেখসহ ৫০ জন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

পরে কলাবাড়ি ইউনিয়নের বড়ুয়া থেকে ভাঙ্গারপাড় নতুন দেড় কিলোমিটার সড়কের দুইপাসহ কলাবাড়ী, শুয়াগ্রাম, কান্দি ও কুশলা ইউনিয়নের বিভিন্ন নতুন সড়কে ১০ হাজার তালের বীজ রোপন করা হয়।

টিম লাইফ সাপোর্ট এর পরিচালক (প্রশাসন) সুশান্ত মন্ডল বলেন, পরিবেশ রক্ষা এবং বজ্রপাতের চাপ কমাতে টিম লাইফ সাপোর্টের স্বেচ্ছাসেবকেরা খোলা জায়াগা, গাছ-পালাবিহীন নতুন সড়কের পাশে তালের বীজ রোপনের উদ্যোগ নিয়েছে। এ বছর টিম লাইফ সাপোর্টের উদ্যোগে কোটালীপাড়ার কলাবাড়ী, শুয়াগ্রাম, কান্দি ও কুশলা ইউনিয়নের বিভিন্ন নতুন সড়কের ১০ হাজার তালের বীজ রোপন করা হচ্ছে।

কোটালীপাড় উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) বলেন, বজ্রপাতে বাংলাদেশে প্রাণহানির ঘটনা দিন দিন বাড়ছে। তাল গাছ বজ্রপাত প্রতিরোধসহ প্রাণহানি কমাতে সহায়ক ভূমিকা পালন করে। পরিবেশ রক্ষায় নানান কর্মসূচী গ্রহণ ও দুর্যোগ মোকাবেলায় কাজ করছে সরকার। সরকারের পাশাপাশি আমাদের সকলকে নিজ দায়িত্বে কাজ করতে হবে। টিমলাইফসাপোর্ট পরিবেশের ভারসাম্য রক্ষায় তাল বীজ রোপনের যে উদ্যোগ নিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়।

আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/Alokito-Janapad-110190298059210

আলোকিত জনপদ টুইটার আইডিটি ফলো করুন
https://twitter.com/alokito_janapad

দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন
https://www.youtube.com/channel/UCNzUOMDlhwvg5q6Mu_x3khQ

আলোকিত জনপদ .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category