শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউন কার্যকরে কঠোর অবস্থানে সদর থানা পুলিশ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২২৯ Time View

গোপালগঞ্জে মহামারী করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় ৭ দিনের (২২–৩০ জুন) কঠোর লকডাউন ঘোষণা করেছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।

লকডাউন ঘোষণার ১ম দিনে গোপালগঞ্জ সদরের প্রধান প্রধান সড়কে ও শহরের বিভিন্ন অলিগলিতে বাঁশ ও কাঠের গুঁড়ি ফেলে সকল প্রকার যানবাহন প্রবেশে বিধিনিষেধ অরোপ করা হয়েছে। মহাসড়কে রুগি বহনকারী অ্যাম্বুলেন্স, জরুরি ভোগ্যপণ্য ও সংবাদপত্রের গাড়ি ব্যতীত অন্য কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

গোপালগঞ্জ বড় বাজার সহ শহরের আশপাশে ওষুধের দোকান, ভোগ্যপণ্য ও পচনশীল কৃষিজাত পণ্যের দোকান ব্যাতীত অন্যান্য সকল ব্যবসা প্রতিষ্ঠান ছিলো বন্ধ। গোপালগঞ্জ পৌরসভাধীন এলাকায় সরকার ঘোষিত লকডাউন কার্যকর করতে প্রতিটি চেকপোস্ট তদারকি এবং কোভিড-১৯ প্রতিরোধে জনসাধারনকে মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব মেনে চলা ও বিনা প্রয়োজনে ঘরের বাহিরে বের না হতে উৎসাহিত করা হয়েছে।

এ লক্ষ্যে মঙ্গলবার (২২ জুন) গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম নিজে শহরের প্রবেশদ্বার এলজিইডির মোড়, মান্দারতলা, গেটপাড়া, বিসিক শিল্পনগরীর, লঞ্চঘাট সহ পৌর এলাকার প্রতিটি চেকপোস্টে তদারকি করেন।

এ সময় ওসি মোঃ মনিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, সরকার ঘোষিত চলমান সর্বাত্মক লকডাউন কার্যকরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ বদ্ধপরিকর, সকলে স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করুন। নিরাপদে থাকুন।

আলোকিত জনপদ ফেসবুক পেইজটি ফলো করুন
https://www.facebook.com/alokitojanapad

আলোকিত জনপদ টুইটার আইডিটি ফলো করুন
https://twitter.com/AlokitoJanapad

দেশ বিদেশের সব খবর সবার আগে জানতে আলোকিত জনপদ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।
ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

আলোকিত জনপদ এর ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category