শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

মাদারীপুরে যক্ষ্মা রোগ প্রতিরোধে মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪৫৭ Time View
নুসরাত জাহান আনিকা, মাদারীপুরঃ ‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সাবই মিলে’ এই স্লোগানে মাদারীপুরে যক্ষ্মা রোগ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির আয়োজনে সোমবার দুপুরে শহরের এমএম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ইলেকট্টিক, প্রিন্ট ও অনলাইন পত্রিকার সাংবাদিকরা অংশ নেন। এ সময় যক্ষ্মা রোগের লক্ষন ও এ রোগে কি করনীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মাদারীপুরের সিভিল সার্জণ ডা. শফিকুল ইসলাম। সরকার বিনামূল্যে এ রোগ প্রতিরোধে ফ্রি চিকিৎসা দিচ্ছে বলেও মতবিনিময় সভায় আলোচনা করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির ফিল্ড অফিসার তরুণ কুমার , সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. খলিলুজ্জামান, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খানসহ অন্যরা।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

More News Of This Category